ঢাকা, রবিবার, ২ আষাঢ় ১৪৩১, ১৬ জুন ২০২৪, ০৮ জিলহজ ১৪৪৫

ক্রিকেট

ছয় বছর পর ঘরোয়া লিগে স্টেইন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৯ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৫
ছয় বছর পর ঘরোয়া লিগে স্টেইন ছবি: সংগৃহীত

ঢাকা: দীর্ঘ ছয় বছর পর প্রথম-শ্রেণীর ঘোরোয়া লিগের ম্যাচে খেলতে নামছেন দক্ষিণ আফ্রিকান ফাস্ট বোলার ডেল স্টেইন। ইংল্যান্ডের বিপক্ষে বক্সিং ডে টেস্টের আগে নিজেকে ঝালিয়ে নিতেই ডানহাতি এ পেসারের ঘোরোয়া লিগে খেলা।

কেপ কোবরার হয়ে চারদিনের ম্যাচে মাঠে নামবেন স্টেইন।

৩২ বছর বয়সী স্টেইন সর্বশেষ ২০০৯ সালের অক্টোবরে টাইটেনসের হয়ে ডলফিনের বিপক্ষে মাঠে নেমেছিলেন।

গত কয়েকবছর আন্তর্জাতিক ক্রিকেটেই ব্যস্ত সময় কাটিয়েছেনে স্টেইন। বিশ্ব ক্রিকেটে নিজের দাপট দেখিয়ে টেস্টে শীর্ষ বোলারদের তালিকায় রয়েছেন সবার ওপরে। তবে সম্প্রতি ভারতের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে ইনজুরির খরায় পড়েছেন এ অভিজ্ঞ তারকা বোলার। কিন্তু দিনে অন্তত ২০ ওভার বোলিং করতে ঘোরোয়া লিগকেই প্রস্তুতি হিসেবে বেছে নিয়েছেন তিনি।

এখন পর্যন্ত ৮১টি টেস্ট খেলা স্টেইন ৩.২৪ ইকোনোমিতে নিয়েছেন ৪০২টি উইকেট। যেখানে ২৫বার পাঁচ উইকেটের বিপরীতে পাঁচবার নিয়েছেন ১০টি করে উইকেট।

ডিসেম্বরের শেষ দিকে চার টেস্ট, পাঁচ ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি খেলতে দক্ষিণ আফ্রিকার সফর করবে ইংল্যান্ড। দু’দলের মধ্যকার প্রথম টেস্টটি ২৬ ডিসেম্বর ডারবানে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ১২২৮ ঘণ্টা, ০৬ ডিসেম্বর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।