ঢাকা, শুক্রবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

সিলেট রয়েলস বদলে কুমিল্লা লিজেন্ডস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২১, সেপ্টেম্বর ১২, ২০১৫
সিলেট রয়েলস বদলে কুমিল্লা লিজেন্ডস

ঢাকা: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ফ্রাঞ্চাইজি সিলেট রয়েলস নিজেদের নাম পাল্টে কুমিল্লা লিজেন্ডস করার সিদ্ধান্ত নিয়েছে। আর এ ব্যাপারটি নিশ্চিত করেছেন দলটির চেয়ারম্যান নাফিসা কামাল।



এদিকে দলের অধিনায়ক ও কোচের সম্ভাব্য নামও প্রকাশ করেছেন নাফিসা। অধিনায়ক হিসেবে বর্তমান বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফিকে নেওয়া হতে পারে। আর কোচ হিসেবে সাবেক ভারতীয় ব্যাটসম্যান সৌরভ গাঙ্গুলী অথবা পাকিস্তানের কিংবদন্তি বোলার ওয়াসিম আকরাম হতে পারেন।

এক সাক্ষাতকারে নাফিসা বলেন, ‘আমরা সৌরভ ও আকরামের সঙ্গে কথা বলেছি। তারা দু’জনই ‍এ ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছেন। আমারা আরো কিছু অালোচনার পর এ ব্যাপারটি নিশ্চিত করবো। ’

এদিকে এবারের আসরে ক্রিকেটারদের দলে নিতে হবে ফরমুলা বাই চয়েজের মাধ্যমে। তবে নাফিসা জানিয়েছেন, মাশরাফিকে তারা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন।

এছাড়া পাকিস্তানের তারকা অলরাউন্ডার শহিদ আফ্রিদি ও ইংল্যান্ডের ড্যাশিং ব্যাটসম্যান কেভিন পিটারসনকেও কুমিল্লা লিজেন্ডসে নেওয়া হতে পারে।

বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।