ঢাকা, শুক্রবার, ৮ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

তাসকিন আমাদের সম্পদ: টাইগার কোচ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৭, সেপ্টেম্বর ১০, ২০১৫
তাসকিন আমাদের সম্পদ: টাইগার কোচ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: ইনজুরি কাটিয়ে এখন পুরোপুরি ফিট পেসার তাসকিন আহমেদ। মিরপুরের নেটে নিয়মিতই গতির ঝড় তুলছেন ২০ বছর বয়সী এই ডানহাতি পেসার।

ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলে দেড় বছরের ক্রিকেট ক্যারিয়ার তার। এরই মধ্যে টেস্ট খেলার ইচ্ছার কথাও জানিয়েছেন সংবাদ মাধ্যমকে। টেস্ট না খেলতে পারলে নাকি ক্রিকেট-জীবনই বৃথা হয়ে যাবে তার। তাসকিনের ব্যাপারে কী ভাবছেন সংশ্লিষ্টরা?

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বাংলাদেশের হেড কোচ চন্ডিকা হাথুরুসিংহের সংবাদ সম্মেলনে উঠে আসে তাসকিন প্রসঙ্গ। তাসকিনকে নিয়ে এখনই ঝুঁকি নিতে চান না তিনি। তবে শিগগিরিই তাসকিনের টেস্ট খেলার মঞ্চ উন্মুক্ত হয়ে যাবে বলে মনে করেন টাইগার কোচ।

তিনি জানান, ‘আমাদের স্টাফদের খুব সতর্ক প্রচেষ্টা চলছিল তাসকিনকে পুরোপুরি ফিট করে তোলার। ওর জন্য আলাদা ট্রেনিং প্রোগ্রাম ছিল। সতর্কভাবেই টেস্টের জন্য তৈরি করা হচ্ছে তাসকিনকে। মনে রাখতে হবে,  ২০ বছর বয়সে ১৪০- ১৪৫ কিলোমিটার গতিতে বল করা সহজ কাজ নয়। এ জন্য তার দেখভাল করতে হবে, কারণ সে আমাদের সম্পদ। ’

তাসকিন প্রসঙ্গে হাথুরুসিংহে আরও যোগ করেন, ‘ধীরে ধীরে তাকে প্রস্তুত করা হবে। খুব দ্রুতই সে টেস্ট ক্রিকেটের জন্য প্রস্তুত হয়ে উঠবে। ’

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, ১০ সেপ্টেম্বর ২০১৫
এসকে/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।