ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

গল টেস্টে নেই বিজয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫৬, আগস্ট ১০, ২০১৫
গল টেস্টে নেই বিজয় ছবি: সংগৃহীত

ঢাকা: শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে মুরালি বিজয়ের দলে ফেরার সম্ভাবনা থাকলেও তা আর হচ্ছে না। ডান পায়ের হ্যামস্ট্রিং ইনজুরির কারণে ছিটকে পড়েছেন ভারতের এ ওপেনিং ব্যাটসম্যান।

তাকে একাদশে রাখা হয়নি বলে নিশ্চিত করেছেন টিম ইন্ডিয়ার পরিচালক রবি শাস্ত্রী।

গত মাসে জিম্বাবুয়ে সফরে গিয়ে ইনজুরি আক্রান্ত হন বিজয়। তারপরও শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজের স্কোয়াডে তাকে রাখা হয়। কিন্তু, দলে থাকলেও ইনজুরির কারণে ৬-৮ আগস্ট অনুষ্ঠিত তিনদিনের প্রস্তুতিমূলক ম্যাচে খেলতে পারেননি। তার পরিবর্তে শিখর ধাওয়ানের সঙ্গে ওপেনিংয়ে নামেন লোকেশ রাহুল।

তখন গল টেস্টে তার ফেরার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছিল ভারতের টিম ম্যানেজমেন্ট। টেস্ট অধিনায়ক বিরাট কোহলিও বিজয়ের ইনজুরি নিয়ে অতটা উদ্বিগ্ন ছিলেন না। কিন্তু, শেষ পর্যন্ত সবার আশা হতাশায় রুপান্তর হলো।

১২ আগস্ট গল আন্তুর্জাতিক স্টেডিয়ামে দু’দলের মধ্যকার প্রথম টেস্ট ম্যাচটি শুরু হবে। কলম্বোয় ২০-২৪ আগস্ট দ্বিতীয় ম্যাচ ও ২৮ আগস্ট অনুষ্ঠেয় তৃতীয় ও শেষ টেস্ট খেলে দেশে ফিরবে সফরকারীরা।

বাংলাদেশ সময়: ১৩৫৭ ঘন্টা, আগস্ট ১০, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।