ঢাকা, সোমবার, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

পাল্টে গেছে মিরপুর!

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৪, জুলাই ১২, ২০১৫
পাল্টে গেছে মিরপুর! ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: নেই আগের মতো জনসমাগম, নেই উত্তেজনা। মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামের ভেতর ও বাহির যেন গরমের মাঝেও শীতল! স্টেডিয়ামে ঢোকার গেটগুলোতে নেই লম্বা লাইন।

খেলা শুরুর আগে এমন চিত্র মিরপুরে কবে দেখা গিয়েছিল? হিসেব করে বলাও কঠিন। সম্ভবত এমন দর্শক খরা আগে কখনো দেখেনি কেউ!

বরাবরই ক্রিকেট-দর্শক হিসেবে তরুণরাই মিরপুরকে জমিয়ে রাখেন। ঈদকে সামনে রেখে স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় ছুটি হয়ে গেলেও তারা ভিড় করছেন না মিরপুরের ‘হোম অব ক্রিকেট’ এ।

এর আগে টি-টোয়েন্টি সিরিজেও দর্শক খরায় ভুগছে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।   দক্ষিণ আফ্রিকা সিরিজে  মাঠের উত্তেজনাটা কমই উপভোগ করছেন দর্শকরা। গ্যালারির দর্শকদের উল্লাস-গর্জন আগের সিরিজগুলোর তুলনায় একেবারেই সাদামাটা।

খেলাকে কেন্দ্র করে বাংলাদেশের পতাকা কেনা, গালে বাঘের ট্যাটু আঁকিইয়ে নেওয়া কিংবা রিস্টব্যান্ড কেনাও কমে গেছে। বাংলাদেশের রঙিন দর্শকরা হঠাৎই রংহীন হয়ে উঠলেন। আর সেটা হয়তো টাইগারদের মাঠের পারফরম্যান্সের কারণেই। তবে একটি জয়ই আবার মাঠে ফেরাতে পারে অভিমানী দর্শকদের! 

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, জুলাই ১২, ২০১৫
এসকে/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।