ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

ক্রিকেট

নিষেধাজ্ঞা কাটাতে ভারতে হাফিজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৪
নিষেধাজ্ঞা কাটাতে ভারতে হাফিজ মোহাম্মদ হাফিজ

ঢাকা: অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে নিষিদ্ধ হওয়া পাকিস্তানি অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ ভারতের উদ্দেশ্যে রওয়ানা দিয়েছেন। চেন্নাইয়ে তিনি বোলিং অ্যাকশনের পরীক্ষা দেবেন।

এখানে তিনি নিজের বোলিং অ্যাকশন সঠিক বলে প্রমান করতে আবারো পরীক্ষা দেবেন।

আসন্ন ওয়ানডে বিশ্বকাপের আগে আইসিসি হাফিজকে বোলিং থেকে নিষিদ্ধ ঘোষণা করে। ফলে, ৩৪ বছর বয়সী হাফিজ ব্যাটিং চালিয়ে যেতে পারলেও বোলিং করা থেকে নিষেধাজ্ঞা পান।

সদ্য সমাপ্ত নিউজিল্যান্ডের বিপক্ষে আবুধাবি টেস্টে হাফিজের বোলিংয়ে সন্দেহ প্রকাশ করেন ম্যাচের দায়িত্তে থাকা অ্যাম্পায়াররা। ফলে, তাকে বায়োমেকানিক পরীক্ষার মধ্য দিয়ে যেতে হয়।

এর আগে একই বোলিংয়ের দায়ে পাকিস্তানের আরেক তারকা স্পিনার সাঈদ আজমলকে আইসিসি থেকে নিষেধাজ্ঞা প্রদান করা হয়। অবৈধ বোলিং অ্যাকশনের অভিযোগে গত সেপ্টেম্বরে নিষিদ্ধ হওয়া আজমলের নিষেধাজ্ঞার ধকল পোহানোর মধ্যেই একই অভিযোগে আন্তর্জাতিক ক্রিকেটে বল করার অধিকার হারিয়েছিলেন মোহাম্মদ হাফিজ।

আইসিসির নিয়ম অনুযায়ী কোনো বোলার তার কনুই ১৫ ডিগ্রির বেশি বাঁকাতে পারবেন না।

বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, ২৯ ডিসেম্বর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।