ঢাকা, রবিবার, ১৩ আশ্বিন ১৪৩২, ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণা রোববার

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৪৯, ডিসেম্বর ৬, ২০১৪
বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণা রোববার

ঢাকা: ২০১৫ সালে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় ক্রিকেট বিশ্বকাপের জন্যে ৩০ সদস্যের প্রাথমিক দলের নামের তালিকা বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) জমা দেওয়া হয়েছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) বিসিবিতে বাংলাদেশ ক্রিকেট দলের এ নামের তালিকা জমা দেন নির্বাচকরা।

  

আনুষ্ঠানিকভাবে রোববার (৭ ডিসেম্বর) এই দল ঘোষণা করার কথা রয়েছে।

প্রধান নির্বাচক ফারুক আহমেদ বাংলানিউজকে জানান, প্রাথমিক ৩০ জনের দলে কোনো চমক থাকছে না।   নিয়মিত যারা পারফর্ম করছেন তাদেরই ক্যাম্পে ডাকা  হয়েছে।

প্রাথমিক দল ঘোষণার পরপরই  বিশ্বকাপের জন্যে প্রস্তুতি ক্যাম্প শুরু হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ০১৪৯ ঘণ্টা, ০৬ ডিসেম্বর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।