ঢাকা, সোমবার, ১৪ আশ্বিন ১৪৩২, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

আবারো পাকিস্তানের মাঠে খেলা গড়াচ্ছে!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১০, নভেম্বর ২৫, ২০১৪
আবারো পাকিস্তানের মাঠে খেলা গড়াচ্ছে! ছবি: সংগৃহীত

ঢাকা: আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিছিন্ন হওয়া পাকিস্তানের মাঠে আবারো খেলা গড়াচ্ছে। আগামী মাসে পাঁচটি লিস্ট ‘এ’ ওয়ানডে খেলতে পাকিস্তান সফর করছে কেনিয়া জাতীয় দল।

পাকিস্তান এ দলের বিপক্ষে সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে।

ডিসেম্বরের ১১ তারিখে পাকিস্তানে আসবে কেনিয়া। আর একই মাসের ১৩ থেকে ২০ তারিখের মধ্যে পাঁচটি ওয়াডে খেলে পরের দিনই নিজ দেশের উদ্দ্যেশ্যে রওনা হবে আফ্রিকান দেশটি।

এর আগে দুদেশের ক্রিকেট বোর্ড নভেম্বরে এ সফরের ব্যাপারে আলোচনায় বসে।

২০০৯ সালে শ্রীলঙ্কা ক্রিকেট দলের উপর সন্ত্রাসীদের হামলার পর থেকে পাকিস্তানে আর কোন আন্তর্জাতিক ক্রিকেট সফর হয়নি। আর গত ছয় মাসের মধ্যে আইসিসির দ্বিতীয় সহযোগি দল হিসেবে কেনিয়াকে আমন্ত্রন জানালো পাকিস্তান।

এর আগে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গেও পাকিস্তান সফরের ব্যাপারে ‍আলোচনা হয়েছিল। সফরটি গত সেপ্টেম্বর ২০১৪তে নির্ধারণ হলেও জুনে করাচী বিমানবন্দরে বোমা হামলার কারণে আইরিশরা পিছিয়ে যায়।

এছাড়া পাকিস্তান ক্রিকেট বোর্ড শ্রীলঙ্কা ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে আমন্ত্রন জানালেও বিপরীতে কোন ফলাফল হয়নি।

বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, ২৫ নভেম্বর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ক্রিকেট এর সর্বশেষ