ঢাকা, সোমবার, ১৪ আশ্বিন ১৪৩২, ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৬ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

সাকিবের আরেকটি রেকর্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৩, নভেম্বর ২১, ২০১৪
সাকিবের আরেকটি রেকর্ড ছবি: উজ্জ্বল ধর / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: একের এক এক রেকর্ড গড়ে চলেছেন সাকিব আল হাসান। ক্রিকেট ইতিহাসে চতুর্থ ক্রিকেটার হিসেবে  দেশের মাটিতে ২০০০ রান এবং ১০০ উইকেট নেওয়ার গৌরব অর্জন করলেন দেশ সেরা এই ক্রিকেটার।

বসুন্ধরা সিমেন্ট পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে এই রেকর্ড স্পর্শ করলেন তিনি।

দেশের মাটিতে অবশ্য ১০০ উইকেট পাওয়ার মাইলফলক আগেই স্পর্শ করেছিলেন। তবে চট্টগ্রামে সিরিজের প্রথম ওয়ানডে শুরুর আগে দেশের মাটিতে ২০০০ রান থেকে মাত্র ১৬ রান দূরে ছিলেন এই ক্রিকেটার।

ম্যাচের ১৯তম ওভারে চিঙ্গাম্বুরার একটি বল থার্ডম্যানে পাঠিয়ে দেশের মাটিতে দুই হাজারি ক্লাবে নাম লিখিয়ে ফেলেন সাকিব। এই রেকর্ড গড়তে দেশের মাটিতে ৭১ ম্যাচ খেলতে হয়েছে সাকিবকে।

এর আগে শ্রীলঙ্কার জয়সুরিয়া, দক্ষিণ আফ্রিকার জ্যাক ক্যালিস এবং অস্ট্রেলিয়ার স্টিভ ওয়াহ এই রেকর্ড গড়েছেন।

বাংলাদেশ সময় ১৮০০ ঘন্টা, নভেম্বর ২১, ২০১৪

** সাকিবের ষষ্ঠ সেঞ্চুরি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ক্রিকেট এর সর্বশেষ