ঢাকা, বৃহস্পতিবার, ১৭ আশ্বিন ১৪৩২, ০২ অক্টোবর ২০২৫, ০৯ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের বড় সংগ্রহ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৫৬, নভেম্বর ২, ২০১৪
শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের বড় সংগ্রহ

ঢাকা: ভারত-শ্রীলঙ্কা পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে কটাকে টসে হেরে সফরকারিদের বিশাল টার্গেট দিয়েছে ভারত। নির্ধারিত ওভার শেষে স্বাগতিকরা পাঁচ উইকেট হারিয়ে ৩৬৫ রান সংগ্রহ করে।

এদিন নিয়মিত অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনির পরিবর্তে এ সিরিজে দলের দায়িত্ব পান বিরাট কোহলি।

এদিন প্রথমে ব্যাট করতে নেমে আজিঙ্কে রাহানে ও শিখর ধাওয়ান লঙ্কান বোলারদের কাঁদিয়ে ছাড়েন। তারা দুজনে ওপেনিং জুটিতে ৩৫ ওভারে ২৩১ রানের বড় একটি ইনিংস খেলেন।

রাহানে ১০৮ বলে দুটি ছয় ও তেরটি চারের সাহায্যে ১১১ রান করে সুরেশ রানদিভের বলে মাহেলা জয়াবর্ধণেকে ক্যাচ দিয়ে আউট। আর ১০৭ বলে তিন ছয় ও চৌদ্দ চারে ১১৩ রান করে প্রিয়াঞ্জনের বলে বোল্ড হন।

এছাড়া দলের হয়ে ৫২ রান আসে তিন নম্বরে ব্যাটিংয়ে নামা সুরেশ রাইনার ব্যাট থেকে। সফরকারিদের হয়ে দশ ওভারে ৭৮ রানের বিনিময় তিন উইকেট নেন রানদিভ।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, ০২ নভেম্বর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।