ঢাকা, বুধবার, ২৩ আশ্বিন ১৪৩২, ০৮ অক্টোবর ২০২৫, ১৫ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

সিএলটি-২০’তে নাম প্রত্যাহার করলেন ডুমিনি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩৭, সেপ্টেম্বর ১৭, ২০১৪
সিএলটি-২০’তে নাম প্রত্যাহার করলেন ডুমিনি জে পি ডুমিনি

ঢাকা: হাঁটুর ইনজুরির কারণে চ্যাম্পিয়নস লিগ টি-২০ থেকে নিজের নাম প্রত্যাহার করলেন কেপ কোবরার অল-রাউন্ডার জে পি ডুমিনি। তাই ভারতে অনুষ্ঠিত এই আসরে তিনি দলের সঙ্গে যেতে পারেননি।

এর আগে জিম্বাবুয়েতে ত্রি-দেশীয় সিরিজে ইনজুরিতে পড়েন এই দ.আফ্রিকান তারকা।

এদিকে ডুমিনির পরিবর্তে কোবরায় অন্য খেলোয়াড় নেওয়ার ব্যাপারে দেখা দিয়েছে জটিলতা। সিএলটি-২০ টেকনিক্যাল কমিটি তার পরিবর্তে এখনও কাউকে খেলার অনুমতি দেয়নি।

ডুমিনি কোবরার হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। তিনি ৪০ ম্যাচে করেছেন ৯৮১ রান। তিনি কোবরার হয়ে দুইবার এই আসরে খেলেছেন। ২০০৯ সালে এই বাঁহাতি ব্যাটসম্যান দলে থাকাকালে সেমিফাইনাল খেলেছিল আফ্রিকান দলটি। তিনি মুম্বাই ইন্ডিয়ানস ও সানরাইজারস হায়দ্রাবাদের হয়েও চ্যাম্পিয়নস লিগে খেলেছিলেন।

আগামী শুক্রবার রায়পুরে নর্দান ডিস্ট্রিকের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়নস লিগের এই আসর শুরু করবে কেপ কোবরা।

বাংলাদেশ সময়: ২০৩৭ ঘন্টা, ১৭ সেপ্টেম্বর ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।