ঢাকা, শনিবার, ২৫ আশ্বিন ১৪৩২, ১১ অক্টোবর ২০২৫, ১৮ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

ইংলিশ তোপে উড়ে গেল ভারত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৩৪, জুলাই ৩১, ২০১৪
ইংলিশ তোপে উড়ে গেল ভারত

ঢাকা: সাউদাম্পটন টেস্টে ইংলিশদের ব্যাটিং আর বোলিং তোপে যেন উড়ে গেল ভারত! প্রথম ইনিংসে যেমন ইংল্যান্ডের সামনে দাঁড়ানো ভয়ের ছিল, ঠিক দ্বিতীয় ইনিংসেও একই অবস্থা।

দ্বিতীয় টেস্টে শেষ বেলায় ইংল্যান্ড বধ করে জিরো থেকে হিরো হয়েছিলেন ইশান্ত শর্মা।

তাই তৃতীয় টেস্ট শুরুর পর অনেকেই বলেছিলেন সাউদাম্পটন টেস্টে ইশান্তের অভাব অনুভব করবে ভারত। হলও ঠিক তাই!

তৃতীয় টেস্টে ভারতকে ২৬৬ রানে উড়িয়ে দিল ইংলিশরা। একই সঙ্গে সিরিজে সমতাও ফিরিয়েছে তারা।

প্রথম ইনিংসের শেষে ইংল্যান্ডের স্কোর দাঁড়ায় ৫৬৯ রান। তাও ৩ উইকেট হাতে থাকতেই ঘোষণা দেন ইংল্যান্ড অধিনায়ক কুক।

জোড়া সেঞ্চুরি করেন গ্যারি এবং ইয়ান বেল। চাপ সামাল দিতে গিয়ে মাত্র ৩৩০ রানে গুটিয়ে ভারতের ইনিংস।

এরপর দ্বিতীয় ইনিংসেও বোলিং ব্যর্থতা কাটিয়ে উঠতে পারেনি ভারতীয় বোলাররা।

ইংল্যান্ড মাত্র ২০৫ রান করে ফের ডিকলেয়ার দেয়। কিন্তু তাতেও আখেরে কুলিয়ে উঠতে পারেনি ধোনি বাহিনী।

মঈন আলীর বোলিং দাপটের কাছে হার মানতে হয় শিখর ধাওয়ান, পূজারা, কোহলিদের। দ্বিতীয় ইনিংসে ১২১ বলে অজিঙ্কা রাহানের ৫২ রান ছাড়া তেমন কেউই রান পাননি।

না বোলিং না ব্যাটিং দুই ক্ষেত্রেই নিজেদের মেলে ধরতে না পারার খেসারত ভারতীয় ক্রিকেটারদের দিতে হল সাউদাম্পটন টেস্টে। আর সুযোগটা ঘরের মাঠে ইংলিশরা যথাযথভাবেই নিয়েছে।

বাংলাদেশ সময়: ২২৩৪ ঘণ্টা, জুলাই ৩১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।