ঢাকা, শনিবার, ২৫ আশ্বিন ১৪৩২, ১১ অক্টোবর ২০২৫, ১৮ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

কামালকে অভিনন্দন জানালেন নাজমুল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০৭, জুন ২৬, ২০১৪
কামালকে অভিনন্দন জানালেন নাজমুল

ঢাকা: ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নতুন সভাপতি আ হ ম মোস্তফা কামালকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি’র সাবেক প্রেসিডেন্ট ও পরিকল্পনা মন্ত্রী প্রথম কোন বাংলাদেশি হিসেবে আইসিসির ১১তম সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।



বিসিবির সভাপতি ও এমপি নাজমুল হাসান পাপন বলেন,‘আজ একটি গুরুত্বপূর্ণ দিন, কারণ এই প্রথম কোন বাংলাদেশি আইসিসির সভাপতি হতে পেরেছেন। এটা জাতির জন্যে বড় সম্মানের বিষয়। বিসিবির পক্ষ থেকে মি. কামালের প্রতি শুভ কামনা রইল। ’

নাজমুল হাসান আরো বলেন,‘তিনি একজন ক্রিকেট প্রেমী মানুষ এবং তার প্রধান চিন্তা খেলা নিয়ে। আমি নিশ্চিত যে মোস্তফা কামাল আইসিসি, বাংলাদেশ ও বিশ্ব ক্রিকেটে ভ্রাতৃত্ব গড়ে তুলবেন। ’

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, ২৬ জুন ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।