ঢাকা, শনিবার, ২৬ আশ্বিন ১৪৩২, ১১ অক্টোবর ২০২৫, ১৮ রবিউস সানি ১৪৪৭

ক্রিকেট

গলে, কলম্বোয় টেস্ট খেলবে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:০৬, মে ১৬, ২০১৪
গলে, কলম্বোয় টেস্ট খেলবে পাকিস্তান

করাচি: আগামী আগস্টে গলে ও কলম্বোয় টেস্ট খেলবে পাকিস্তান। এছাড়া স্বাগতিকদের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজও খেলবে তারা।

শ্রীলঙ্কা ক্রিকেট এই খবর নিশ্চিত করেছে।

জানুয়ারিতে সর্বশেষ টেস্ট খেললেও জুলাইয়ের মধ্যে প্রথম শ্রেণীর ক্রিকেট নেই পাকিস্তানের সূচিতে। তাই কোনো ধরনের প্রস্তুতি ছাড়াই এই সিরিজে অংশ নিতে হবে তাদের।

২ আগস্ট শ্রীলঙ্কায় পা রাখবে দল। এর চারদিন পর শুরু হবে গলে টেস্ট। দ্বিতীয় টেস্ট হবে ১৪ আগস্ট। ২০ আগস্ট মোরাতুয়ায় ৫০ ওভারের একটি প্রস্তুতি ম্যাচ খেলে পাকিস্তান নামবে একদিনের সিরিজে। হাম্বানতোতা, পাল্লেকেলে ও প্রেমাদাসা স্টেডিয়ামে ২৩, ২৭ ও ৩০ আগস্ট তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হবে দুদলের মধ্যে। কোনো টি-টোয়েন্টি খেলবে না তারা।

এনিয়ে গত পাঁচ বছরে ষষ্ঠবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলবে তারা।

বাংলাদেশ সময়: ২১০৬ ঘণ্টা, ১৬ মে ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।