ঢাকা, সোমবার, ৭ আশ্বিন ১৪৩২, ২২ সেপ্টেম্বর ২০২৫, ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

তাসকিনের অভিষেক

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৫, এপ্রিল ১, ২০১৪
তাসকিনের অভিষেক ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মিরপুর শের-ই বাংলা স্টেডিয়াম থেকে: অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের শেষ ম্যাচে অভিষেক ঘটে তাসকিন আহমেদের। বাংলাদেশ দলের ৪৩তম টি-টোয়েন্টি খেলোয়াড় হিসেবে টি-টোয়েন্টি ক্যাপ পড়েন তিনি।

সর্বশেষ পাকিস্তানের সঙ্গে বল করে হাঁটুর ইনজুরিতে পড়েন দেশ সেরা পেসার মাশরাফি বিন মুর্তজা।

মাশরাফির অনুপস্থিতিতে দলে জায়গা পেয়েছেন পেসার তাসকিন আহমেদ। ম্যাশের ইনজুরির সুযোগে কপাল খুলেছে তরুণ পেসার তাসকিনের।

বিশ্বকাপের মতো বড় আসরের মাধ্যমে জাতীয় দলের জার্সি গায়ে জড়ানোর সুযোগ পেয়েছেন তিনি। বিশ্বকাপের ১৫ সদস্যের দলে ছিলেন না তিনি।

ঘড়োয়‍া লিগে ১০ ম্যাচে ২৪ উইকেট পেয়েছেন তিনি। প্রথম শ্রেণীর ম্যাচ খেলে সবার নজর কাড়েন এই পেসার। বিশেষ করে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) চিটাগাং কিংসের হয়ে দারুণ পারফর্ম করেন তাসকিন। প্রথম শ্রেণীর ম্যাচ খেলার বয়স দুই বছরও পেরুয়নি তাসকিনের।

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, ০১ এপ্রিল ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ক্রিকেট এর সর্বশেষ