ঢাকা, বুধবার, ২৫ ভাদ্র ১৪৩২, ১০ সেপ্টেম্বর ২০২৫, ১৭ রবিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

ইতিবাচক থাকার চেষ্টা করি: মিশ্র

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৫৬, মার্চ ২২, ২০১৪
ইতিবাচক থাকার চেষ্টা করি: মিশ্র

ঢাকা: টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার টেনের শুরুর দিনে ৭ উইকেটের বড় ব্যবধানে জয় পেয়েছে ভারত। এ জয়ে সুপার টেনে নিরাপদ স্থান তৈরি হলো ভারতের।

শুরুর ম্যাচ হেরে টুর্নামেন্ট অনেকটাই কঠিন হয়ে গেল পাকিস্তানের জন্য।

ভালো বোলিং করে দলকে প্রথম ম্যাচে ভারতকে জয় এনে দিয়েছেন স্পিনার অমিত মিশ্র। এমন পারফরম্যান্সের ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বলেন, ‘আসলে আমি ইতিবাচক থাকার চেষ্টা করি। ম্যাচে নিজের সেরাটা দেবার চেষ্টা করি। কোচ এবং অধিনায়ক ধোনির কথা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করি। সেই অনুযায়ী কাজ করি। প্রতিদিনই আমরা কোনো না কোনো উন্নতির দিকে যাচ্ছি।

তিনি আরও বলেন, ভালো খেলার জন্য আমরা প্রতিটি ম্যাচে অনেক কাজ করি। আমরা বিভিন্ন দলের ভিডিও ফুটেজ দেখে তাদের দুর্বলতা এবং কঠিন দিকগুলো চিহ্নিত করে সেই অনুযায়ী কাজ করি।

এছাড়া আইপিলের কারণে ভারতের খেলার উন্নতি হচ্ছে এবং অনেক উদীয়মান প্রতিভা বের হয়ে আসছে বলে জানান অমিত মিশ্র।

বাংলাদেশ সময়: ০০৫৩ ঘণ্টা, ২২ মার্চ ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ক্রিকেট এর সর্বশেষ