চলতি মাসের শেষদিকে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পাকিস্তান সফর করার কথা ছিল বাংলাদেশের। তবে ভারতের সঙ্গে দেশটির চলমান সংঘাতের কারণে সিরিজটি অনিশ্চিত হয়ে যায়।
আগের সূচি অনুযায়ী ২৫ মে শুরু হওয়ার কথা ছিল সিরিজটি। নতুন সূচি অনুসারে, সিরিজের প্রথম ম্যাচ মাঠে গড়াবে ২৭ মে। এরপর দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ যথাক্রমে ২৯ মে ও ১ জুন অনুষ্ঠিত হবে। তিনটি ম্যাচই হবে ফয়সালাবাদে। আগামী ৩ ও ৫ জুন সিরিজের চতুর্থ ও পঞ্চম ম্যাচ হবে লাহোরে।
তবে নির্ধারিত সূচির পরিবর্তনের পাশাপাশি পাকিস্তান সফরে বাংলাদেশ দলের অংশগ্রহণ নিয়েও রয়েছে সংশয়। বিসিবির পক্ষ থেকে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি বলে জানা গেছে।
প্রাথমিকভাবে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) শেষে বাংলাদেশের বিপক্ষে সিরিজ আয়োজনের পরিকল্পনা ছিল পিসিবির। কিন্তু ভারত-পাকিস্তান সংঘাতের জেরে পিএসএল সাময়িকভাবে স্থগিত হয়ে যায়। টুর্নামেন্টটি ফের শুরু হবে ১৭ মে এবং শেষ হবে ২৫ মে। ফলে একই সময়ে বাংলাদেশ সিরিজ আয়োজন সম্ভব না হওয়ায় তা পিছিয়ে দিয়েছে পাকিস্তান বোর্ড।
আরইউ