ঢাকা, সোমবার, ৭ আশ্বিন ১৪৩২, ২২ সেপ্টেম্বর ২০২৫, ২৯ রবিউল আউয়াল ১৪৪৭

ক্রিকেট

জাতীয় দলে সুযোগ পেলে সেরাটা দেবেন সোহান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২৮, মার্চ ২১, ২০২৫
জাতীয় দলে সুযোগ পেলে সেরাটা দেবেন সোহান ছবি: সংগৃহীত

ঢাকা প্রিমিয়ার লিগে উড়ছেন নুরুল হাসান সোহান। এর আগে অপরাজিত সেঞ্চুরিতে জিতিয়েছেন দলকে।

এবারও পেয়েছেন সেঞ্চুরির দেখা। তবে আফসোস রয়ে গেল। দল জেতেনি আর। তবে জানালেন আশার কথাও। ফের যদি জাতীয় দলে জায়গা পান দেবেন সব কিছু।  

আজ মোহামেডান স্পোর্টিং ক্লাবের ২১৭ রান তাড়া করতে নেমে ১৯৩ নামে অলআউট হয় সোহানের ধানমণ্ডি স্পোর্টস ক্লাব। ২৩ রানে হারের এই ম্যাচে একাই লড়েন দলটির অধিনায়ক। স্পর্শ করেছেন তিন অঙ্ক। পেয়েছেন ম্যাচসেরার পুরস্কারও। তবে এই জয়ের মূল্য নেই বলে জানান সোহান। দল না জেতায় হতাশা প্রকাশ করেন তিনি।  

ধানমণ্ডি অধিনায়ক বলেন, ‘দল না জিতলে আসলে এরকম সেঞ্চুরি আমার কাছে কোন ভ্যালু ক্যারি করে না। এটা নিয়ে আসলে শেয়ার করার কিছু নেই। আমার কাছে তো ম্যাচটা জিততে পারলে... এই মোমেন্টটা অনেক গুরুত্বপূর্ণ হতো। ’

ছন্দে থাকা সোহান এবারের আসরে ৭ ম্যাচ খেলে ৩৮৬ রান করে আছেন যৌথভাবে এনামুল হক বিজয়ের সঙ্গে দুই নম্বরে। ৪৫৯ রান নিয়ে সবচেয়ে বেশি রান নাঈম শেখের। সবশেষ ২০২৩ সালে জাতীয় দলে খেলা সোহান সুযোগ পেলে কি করবেন তারই পরিকল্পনা জানালেন।  

তিনি বলেন, ‘জাতীয় দলে খেলা গর্বের। সব সময় সেরাটা দেওয়ার জন্য চেষ্টা করি। যদি সুযোগ আসে, নিজের সেরাটা দেব। যেখানে শেষ করেছি, সেখান থেকেই যাতে শুরু করতে পারি, সেই উদ্দেশ্যে কাজ করব। ’

বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, মার্চ ২১, ২০২৫
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

ক্রিকেট এর সর্বশেষ