ঢাকা, মঙ্গলবার, ২৫ অগ্রহায়ণ ১৪৩১, ১০ ডিসেম্বর ২০২৪, ০৭ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

এবার সাকিবকে ফেরানোর দাবিতে ভক্তদের মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট (স্পোর্টস) | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৯ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২৪
এবার সাকিবকে ফেরানোর দাবিতে ভক্তদের মিছিল

সাকিব আল হাসান দেশে নেই। আনুষ্ঠানিকভাবে তাকে বাদ দেওয়া হয়েছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের স্কোয়াড থেকে।

কিন্তু তবুও যেন থামছে না সাকিবকে নিয়ে আলোচনা।

বৃহস্পতিবার সাকিবকে দল থেকে বাদ দিতে মিরপুরে মিছিল হয়। এরপর বিসিবিকে স্মারকলিপিও দেন ‘মিরপুরের ছাত্র জনতা’ প্রতিনিধিরা। সরকার পক্ষ থেকে পরে জানানো হয়, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে সাকিবকে দেশে আসতে নিষেধ করা হয়েছে।  

শুক্রবার স্টেডিয়ামের দুই নম্বর গেটে এবার সাকিবকে ফেরানোর দাবিতে মিছিল হয়েছে। জুমার নামাজের পর থেকে জড়ো হতে থাকেন নিজেদের ‘সাকিবিয়ান’ দাবি করা কিছু তরুণ। ‘স্ট্যান্ড উইথ সাকিব’ স্লোগান দিতে থাকেন তারা।  

তাদের হাতে ‘বাংলার নবাব সাকিব আল হাসানকে নিয়ে কোনো রকম ষড়যন্ত্র আমরা সাকিবিয়ানরা মেনে নেব না’ লেখা ব্যানারও ছিল। এসময় সাকিবকে দেশে ফিরিয়ে তাকে মাঠ থেকে অবসর দেওয়া, দেশে ঢোকা ও বের হওয়াসহ চার দফা দাবি জানান তারা।  

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২৪
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।