ঢাকা, শনিবার, ২৪ কার্তিক ১৪৩১, ০৯ নভেম্বর ২০২৪, ০৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

বিপিএলে ভালো উইকেটের প্রত্যাশায় বিসিবি সভাপতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫২ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২৪
বিপিএলে ভালো উইকেটের প্রত্যাশায় বিসিবি সভাপতি

বিপিএলে নিয়মিত উইকেট নিয়ে অভিযোগ শোনা যায়। খুব বেশি রান হয় না।

এবার ভালো কিছু করার আশ্বাস দিয়েছেন বোর্ড সভাপতি ফারুক আহমেদ। এর প্রস্তুতিও শুরু হয়েছে বলে জানিয়েছেন তিনি।  

বিপিএলের গভর্নিং কাউন্সিলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন বোর্ড সভাপতি নিজেই। এছাড়া সদস্য সচিব হয়েছেন তার সঙ্গেই বিসিবির পরিচালক হওয়া নাজমুল আবেদীন ফাহিম। সদস্য হিসেবে আছেন মাহবুব আনাম ও ফাহিম সিনহা।  

ফারুক বলেন, ‘এবার আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে, ক্রিকেট তো আমরা জানি রানের খেলা। ভালো ব্যাটিং উইকেট যেন হয়। যেখানে বোলার যদি ভালো বল করে, উইকেট পাবে। গত বছর আমার মনে হয় না, একদম খারাপ ছিল উইকেট। দিনের খেলাগুলোতে কম রান হতো, রাতের ম্যাচগুলোতে হতো যেটা বেশি হয়। আমি চেষ্টা করবো এবার যেন ভালো উইকেট হয়। ’  

সোমবার রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে বিপিএলের প্লেয়ার্স ড্রাফট শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ফারুক। যেখানে প্রশ্ন ওঠে টিকিটি বিক্রির প্রক্রিয়া নিয়েও।

ফারুক বলেন, ‘টিকিট ডিজিটালের একটা ডেমো দেখেছি আমি। যেহেতু এখনও আড়াই মাস সময় আছে, ডিজিটাল হওয়ার সম্ভাবনা ৯৮ ভাগ। ’


বাংলাদেশ সময় : ১৯৪৯ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০২৪
এমএইচবি/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।