ঢাকা, শনিবার, ২৩ কার্তিক ১৪৩১, ০৯ নভেম্বর ২০২৪, ০৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সূর্য-স্যামসনের তাণ্ডবে ভারতের রেকর্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২২ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২৪
সূর্য-স্যামসনের তাণ্ডবে ভারতের রেকর্ড

প্রথম ওভারে বেশ আঁটসাঁট বোলিং করলেন শেখ মাহেদী। কিন্তু এরপর পুরো পাওয়ার প্লে জুড়ে চলল তাণ্ডব।

মাঝে অভিষেক শর্মার উইকেট পেলেও তাতে খুব একটা লাভ হয়নি বাংলাদেশের। উল্টো পাওয়ার প্লেতে রেকর্ড ৮২ রান তুলল ভারত।  

হায়দরাবাদে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমেছে স্বাগতিকরা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৯ ওভারে ১ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ১২২ রান। সাঞ্জু স্যামসন ৬২ ও অধিনায়ক সূর্যকুমার যাদব ৪৮ রানে ব্যাট করছেন।   বাংলাদেশের একমাত্র সফলতাটি এসেছে তানজিম হাসান সাকিবের হাত ধরে। নিজের প্রথম ওভারের প্রথম বলে অভিষেককে (৪) শেখ মাহেদীর ক্যাচে পরিণত করেন তিনি।

দুবাইয়ে ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে পাওয়ার প্লেতে ২ উইকেটে ৮২ রান করেছিল ভারত। আজ ১ উইকেট হারিয়ে একই রান ছুঁয়ে নতুন উচ্চতায় পৌঁছাল তারা। শুরু থেকেই ঝড় তোলা স্যামসন ফিফটি ছুঁয়েছেন মাত্র ২২ বলে। বাংলাদেশের বিপক্ষে কোনো ভারতীয় ব্যাটারের দ্রুততম ফিফটি করার রেকর্ডটি ছিল রোহিত শর্মার। রাজকোটে ২০১৯ সালে ২৩ বলে ফিফটি করেন তিনি।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২৪
এএইচএস


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।