ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

ক্রিকেট

আইসিসির লেভেল-৩ কোচের স্বীকৃতি পেলেন আশরাফুল

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২৪
আইসিসির লেভেল-৩ কোচের স্বীকৃতি পেলেন আশরাফুল

পেশাদার ক্রিকেট থেকে অবসরে গেছেন আরও আগেই। পরে হাতে তুলে নিয়েছেন মাইক্রোফোন, হয়েছেন ক্রিকেট বিশ্লেষক।

তবে মাঠের ক্রিকেটের সঙ্গে তার সম্পর্ক শেষ হয়নি। বাংলাদেশের সাবেক এই অধিনায়ক ফিরতে চান কোচ হয়ে।

কোচিং ক্যারিয়ার গড়তে এরইমধ্যে অনেকদূর এগিয়ে গেছেন আশরাফুল। গত বছর আইসিসির কোচিং লেভেলে-৩ পর্যন্ত সম্পন্ন করেছেন আশরাফুল। আজ আইসিসির কাছ থেকে স্বীকৃতি পেয়েছেন বাংলাদেশের ক্রিকেটের প্রথম পোস্টার বয়।

খুশির খবরটি নিজেই ফেসবুক পোস্টের মাধ্যমে ভাগ করে নিয়েছেন আশরাফুল। যেখানে দুটি ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ' ‘আলহামদুলিল্লাহ, পরম করুণাময় আল্লাহর রহমতে, আইসিসি লেভেল-৩ কোচ হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগ্যতা অর্জন করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। ক্রিকেটের প্রতি আমার ভালোবাসা এবং ধারাবাহিক উন্নতির করে যাওয়ার ফলই হচ্ছে এই অর্জন। ক্রিকেটারদের সঙ্গে আমার অভিজ্ঞতা ভাগাভাগি করে নেওয়ার জন্য এবং তাদের পূর্ণ সম্ভাবনার শেখরে পৌঁছাতে অনুপ্রাণিত করতে মুখিয়ে আছি। ইনশাআল্লাহ, ক্রিকেটের উন্নয়ন ও বিকাশে অবদান রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। ’

টেস্ট খেলার অভিজ্ঞতা থাকলে কোচিং লেভেল-১ কোর্স বাধ্যতামূলক নয়। তাই ইংল্যান্ডে খেলতে গিয়ে সরাসরি লেভেল-২ কোচিং কোর্স করেন আশরাফুল। এরপর গত বছরের ২৬ মে সংযুক্ত আরব আমিরাতে লেভেল-৩ কোর্সটি করেন টেস্টের সর্বকণিষ্ঠ সেঞ্চুরিয়ান। কোর্সের আয়োজক ছিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। সেই কোর্সে অংশ নেওয়ার ক্ষেত্রে আশরাফুলকে সহায়তা করেন আইসিসিতে কর্মরত বাংলাদেশের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম। সেই কোর্সেরই স্বীকৃতি আজ হাতে পেলেন আশরাফুল।

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।