ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩১, ৩০ এপ্রিল ২০২৪, ২০ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

নাহিদ রানার পাঁচ উইকেটের দিনে মোহামেডানকে হারাল শাইনপুকুর

স্টাফ করেসপন্ডেন্ট (স্পোর্টস) | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৯ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৪
নাহিদ রানার পাঁচ উইকেটের দিনে মোহামেডানকে হারাল শাইনপুকুর

নাহিদ রানা বল হাতে নিলেন পাঁচ উইকেট, তবুও মোহামেডানের রান হলো দুইশ ছাড়ানো। কিন্তু বৃষ্টিতে কমে যাওয়া লক্ষ্য তাড়া করে ঠিকই ম্যাচ জিতে নিয়েছে শাইনপুকুর ক্রিকেট ক্লাবের।

বৃষ্টি বাধার দিনে বাকি দুই ম্যাচে জিতেছে গাজী গ্রুপ ও রূপগঞ্জ টাইগার্স।

ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে বিকেএসপির চার নম্বর মাঠে ব্রাদার্স ইউনিয়নকে ১৩০ রানের বড় ব্যবধানে হারিয়েছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। শুরুতে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ৩৪৪ রান করে গাজী গ্রুপ। পরে বৃষ্টির কারণে ৪১ ওভারের ম্যাচে ৩০৯ রানের লক্ষ্য পায় ব্রাদার্স। কিন্তু ১৭৮ রানে অলআউট হয়ে গেছে তারা।

গাজী গ্রুপের টপ অর্ডার ব্যাটারদের বেশ কয়েকজন রান পেয়েছেন। ৫ চার ও ২ ছক্কায় ৬৩ বলে ৬৫ রান করেন ওপেনার আনিসুল ইসলাম। ম্যাচসেরা হওয়া হাবিবুর রহমান সোহান ৯ চার ও ৫ ছক্কায় ৫৫ বলে ৮১ রানের ঝড়ো ইনিংস খেলেন। এছাড়া ৭৮ বলে সাব্বির হোসেন ৭৪ ও আল আমিন জুনিয়র ৬৬ বল খেলে ৬৪ রান করেন। ব্রাদার্সের হয়ে তিন উইকেট নেন রাহাতুল ফেরদৌস।  

ব্রাদার্সের হয়ে ৮৪ বল খেলে সর্বোচ্চ ৫১ রান করেন আব্দুল মজিদ। ৮ ওভারে ৩৪ রান দিয়ে ৪ উইকেট নেন গাজী গ্রুপের পেসার আব্দুল গফফুর সাকলাইন। দুটি উইকেট পান শেখ পারভেজ জীবন।  

এদিকে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মোহামেডানকে ৬ উইকেটে হারিয়ে দিয়েছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব। নাহিদ রানার ৫ উইকেটের পর ৯ উইকেটে ২২৭ রানে আটকে যায় মোহামেডান। পরে বৃষ্টিতে ৩০ ওভারে পাওয়া ১৫৮ রানের লক্ষ্য ১৪ বল আগে ছুঁয়ে ফেলে শাইনপুকুর।  

টস জিতে ব্যাট করতে নামা মোহামেডানের হয়ে হাফ সেঞ্চুরি হাঁকান অধিনায়ক ইমরুল কায়েস। এই ওপেনার ৭৩ বলে ৫৬ রান করে হাসান মাহমুদের বলে বোল্ড হন। মোহামেডানের বাকি টপ অর্ডাররা ব্যর্থ হন। শেষদিকে এসে দলের হাল ধরেন আবু হায়দার রনি।  

৮ নম্বরে খেলতে নেমে ৫৫ বলে ৫১ রান করেন তিনি। তার কল্যাণে দলের রান দুইশ ছাড়ায়। শাইনপুকুরের হয়ে পাঁচ উইকেট নেন নাহিদ রানা, ১০ ওভারে ৪৫ রান দেন তিনি। ১০ ওভারে ২০ রান দিয়ে দুটি উইকেট পান হাসান মাহমুদও।

বৃষ্টির কারণে লক্ষ্য কমে আসায় রান তাড়ায় খুব বেশি কষ্ট করতে হয়নি শাইনপুকুরকে। ৩৬ বলে ৩৬ রান করেন দলটির ওপেনার তানজিদ হাসান তামিম। ১৫ বলে ২৬ রান আসে আরেক ওপেনার জিশান আলমের ব্যাটে।  

বিকেএসপির তিন নম্বর মাঠে সিটি ক্লাবকে ৫ রানে হারিয়েছে রূপগঞ্জ টাইগার্স। শুরুতে ব্যাট করে শামসুর রহমান শুভর সেঞ্চুরিতে ৮ উইকেটে ২৯৭ রান করে রূপগঞ্জ। বৃষ্টিতে ৪১ ওভারে ২৬৬ রানের লক্ষ্য পায় রূপগঞ্জ। ৮ উইকেট হারিয়ে ২৬০ রানের বেশি করতে পারেনি তারা। ব্যাট হাতে ৯২ বলে ৮১ ও বল হাতে দুই উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন রূপগঞ্জের আব্দুল্লাহ আল মামুন।  

১০ ম্যাচে ৭ জয় নিয়ে পয়েন্ট টেবিলের চারে নেমে গেছে মোহামেডান। সমান জয় নিয়ে তিনে আছে শাইনপুকুর। ১০ ম্যাচে ৬ জয় নিয়ে সাতে থেকে সুপার লিগের লড়াইয়ে আছে গাজী গ্রুপ ক্রিকেটার্স। এক জয় কম নিয়ে তাদের পরেই আছে ব্রাদার্স। ১০ ম্যাচে দ্বিতীয় জয় পাওয়া রূপগঞ্জ উঠে এসেছে দশে, সমান জয় নিয়ে তাদের উপরে সিটি ক্লাব।

বাংলাদেশ সময়: ১৮২৯ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০২৪
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।