ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

সাকিবকে নিয়ে কেন কিছু বলতে চান না ধনঞ্জয়া

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২২ ঘণ্টা, মার্চ ২৯, ২০২৪
সাকিবকে নিয়ে কেন কিছু বলতে চান না ধনঞ্জয়া

চট্টগ্রাম থেকে: এবারের শ্রীলঙ্কা সিরিজ কাভার করতে একজন বিদেশি সাংবাদিকই এসেছেন। তার সিংহলিজ প্রশ্নেই যা দু-চার লাইন উত্তর।

এর বাইরে যেন পুরো সংবাদ সম্মেলনে প্রায় কিছুই বলতে চাইলেন না ধনঞ্জয়া ডি সিলভা। সব প্রশ্নের উত্তরই সারলেন এক দুই কথায়।  

এর মধ্যে সাকিব আল হাসান এই ম্যাচ দিয়ে এক বছর পর টেস্টে ফিরবেন। বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকা তিনি, সবচেয়ে ভালো পারফরমারদের একজনও। তাকে নিয়ে কোনো পরিকল্পনা আছে কি না জানতে চাইলে ধনঞ্জয়ার জবাব, ‘এখন এটা বলতে পারব না। ’

তাহলে কি সাকিবকে নিয়ে কিছু বলতে চাইছেন না? প্রশ্নকারীর জিজ্ঞাসায় ধনঞ্জয়া এবার বললেন, ‘কেন আমি বলব? সে তো আমাদের দলে নেই। আপনি বাংলাদেশের কাউকে গিয়ে জিজ্ঞেস করুন। ’ 

সিলেটে প্রথম টেস্টে বেশ দাপট দেখিয়েই জিতেছে শ্রীলঙ্কা। তাদের জয়টি ছিল ৩২৮ রানের বড় ব্যবধানে। এ ম্যাচে প্রতিপক্ষ নিয়ে ভাবনা জানিয়ে ধনঞ্জয়া বলেন, ‘যদি তারা তেড়ে আসে, আমরাও যাব। যদি তারা শান্ত থাকে, আমরাও থাকব। ’

ম্যাচ জিতলেও প্রথম টেস্টে খুব একটা ভালো করতে পারেনি শ্রীলঙ্কার টপ অর্ডার। দুই ইনিংসেই সেঞ্চুরি করে দলকে বাঁচান অধিনায়ক ধনঞ্জয়া ও কামিন্দু মেন্ডিস। যদিও টপ অর্ডার নিয়ে কোনো বাড়তি ভাবনা নেই বলে জানিয়েছেন লঙ্কান অধিনায়ক।

তিনি বলেন, ‘আমরা টপ অর্ডারের পারফরম্যান্স নিয়ে খুব বেশি কথা বলতে চাই না। প্রতি ম্যাচে সবাই রান করবে না। একই দিনে সবাই সেঞ্চুরিও করবে না। আগের ম্যাচে আমি ও কামিন্দু করেছি। কিন্তু যদি টপ অর্ডার রান পায়, আমাদের ব্যাট করতে হবে না। ’

বাংলাদেশ সময় : ১৫১৯ ঘণ্টা, মার্চ ২৯, ২০২৪
এমএইচবি/এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।