ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

ক্রিকেট

দুই গোলে পিছিয়ে পড়েও অবিশ্বাস্য জয়ে শেষ আটে লেভারকুসেন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৭ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৪
দুই গোলে পিছিয়ে পড়েও অবিশ্বাস্য জয়ে শেষ আটে লেভারকুসেন

একের পর এক রূপকথা লিখেই চলেছে বায়ার লেভারকুসেন। মৌসুমজুড়ে  অপ্রতিরোধ্য থাকা ক্লাবটি আরও একবার অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়ালো হারের মুখ থেকে।

শুধু তা-ই নয়, ইউরোপার লিগের শেষ আটও নিশ্চিত করেছে তারা।

শেষ ষোলোর দ্বিতীয় লেগে কারাবাগ এফকে ৩-২ গোলে হারিয়েছে লেভারকুসেন। দুই লেগ মিলিয়ে ৫-৪ অগ্রগামিতায় কোয়ার্টার ফাইনালে পা রাখে তারা। প্রথম লেগে দুই গোলে পিছিয়ে থাকার পড়ও ড্র নিয়ে মাঠ ছাড়ে জার্মান ক্লাবটি। গতকাল দ্বিতীয় লেগেও আগে হজম করে দুই গোল।

একজন কম নিয়ে খেলে লেভারকুসেনের ওপর চড়াও হচ্ছিল কারাবাগ। ৭২ মিনিটে লেভারকুসেনের হয়ে এক গোল শোধ দেন জেরেমি ফ্রিমপং। এরপর দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে বাজিমাত করেন পাত্রিক শিক। তার জোড়া গোলে (তৃতীয় ও সপ্তম মিনিটে) প্রত্যাবর্তনের অবিশ্বাস্য এক গল্প লিখে লেভারকুসেন। এনিয়ে টানা ৩৭ ম্যাচ অপরাজিত থাকল তারা।

এদিকে দিনের অপর ম্যাচে স্পার্তা প্রাহাকে ৬-১ উড়িয়ে দিয়েছে লিভারপুল। দুই লেগ মিলিয়ে ১১-২ অগ্রগামিতায় শেষ আটে নাম লেখায় অলরেডরা। এছাড়াও কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ওয়েস্ট হাম, এসি মিলান, রোমা, বেনফিকা, আটালান্টা, মার্শেই।

বাংলাদেশ সময়: ১১৩৫ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৪
এএইচএস 
 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।