ঢাকা, রবিবার, ২২ অগ্রহায়ণ ১৪৩১, ০৮ ডিসেম্বর ২০২৪, ০৫ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

বিশ্বকাপ ব্যর্থতার কারণ খতিয়ে দেখতে নির্বাচকদের সঙ্গে বসেছে তদন্ত কমিটি

স্টাফ করেসপন্ডেন্ট (স্পোর্টস) | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২৩
বিশ্বকাপ ব্যর্থতার কারণ খতিয়ে দেখতে নির্বাচকদের সঙ্গে বসেছে তদন্ত কমিটি সংগৃহীত ছবি

এবারের বিশ্বকাপে বেশ বড় আশা নিয়ে গিয়ে হতাশ হতে হয়েছে বাংলাদেশকে। ৯ ম্যাচের কেবল দুটিতে জিতে তারা শেষ করেছে অষ্টম হয়ে।

এ ব্যর্থতার কারণ খতিয়ে দেখতে তিন সদস্যের তদন্ত কমিটি করা হয় ক’দিন আগে।

এর মধ্যে কাজও শুরু করেছেন তারা। রোববার রাজধানীর গুলশানে নির্বাচকদের সঙ্গে বৈঠকে বসেছে ওই কমিটি। সেখানে বোর্ডের শীর্ষ কর্তাদেরও উপস্থিত থাকার কথা রয়েছে। এরপর কোচ, অধিনায়কের সঙ্গেও কথা বলার কথা রয়েছে তাদের।  

৩ সদস্যবিশিষ্ট এই কমিটিতে আহবায়ক হিসেবে রয়েছেন বিসিবি পরিচালক এনায়েত হোসেন সিরাজ। তার সঙ্গী বাকি দুজনও বোর্ড পরিচালক। মাহবুব আনামের সঙ্গে আছেন সাবেক অধিনায়ক আকরাম খান।  

এবারের বিশ্বকাপে শুরুটা ভালোই হয়েছিল বাংলাদেশের। প্রথম ম্যাচে তারা হারায় আফগানিস্তানকে। কিন্তু এরপর টানা হারের বৃত্তে ঘুরপাক খায়। বাকি ৮ ম্যাচে জেতে কেবল শ্রীলঙ্কার বিপক্ষে। এর মধ্যে নেদারল্যান্ডসের কাছেও হেরে যায় বাংলাদেশ।

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০২৩
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।