ঢাকা, বৃহস্পতিবার, ৪ আশ্বিন ১৪৩১, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

৩ কোটি রুপি বিল বকেয়া, ভারতে স্টেডিয়ামের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২৩
৩ কোটি রুপি বিল বকেয়া, ভারতে স্টেডিয়ামের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের চতুর্থটিতে আজ রায়পুর শহিদ বীর নারায়ণ সিং স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া। কিন্তু ম্যাচ শুরু হওয়ার ঘণ্টাখানেক আগা জানা গেল, স্টেডিয়ামটিতে নেই কোনো বিদ্যুৎ।

বকেয়া বিদ্যুৎ বিলের কারণে সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।  

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ২০০৯ সাল থেকে থেকে স্টেডিয়াম কর্তৃপক্ষ কোনো বিদ্যুৎ বিল দেয়নি। যেটির পরিমাণ এসে দাঁড়িয়েছে ৩.১৬ কোটি রুপি। একই কারণে পাঁচ বছর আগে স্টেডিয়ামটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। ছত্রিশগড় স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের অনুরোধে যদিও অস্থায়ী সংযোগ দেওয়া হয়, তবে সেটি গ্যালারি, বক্সের জন্যই। ম্যাচ চলাকালীন জেনারেটর চালিয়ে ফ্লাডলাইট জালানো হতো।

এমতাবস্থায় রায়পুরের ইনচার্জ আশোক খান্ডেলওয়াল জানিয়েছেন, ক্রিকেট অ্যাসোসিয়েশন সেক্রেটারি অস্থায়ী কানেকশনটির আওতা আরও বাড়ানোর জন্য আবেদন করেছেন। বর্তমানে ২০০ কেভি থাকলেও সেটি ১ হাজার কেভি করার আবেদন করা হলেও এখন পর্যন্ত তা শুরু হয়নি। ফলে আজকের খেলা নিয়ে রয়ে গেছে অনিশ্চয়তা।  

বিদ্যুৎ বিল পরিশোধ না করার পেছনে রয়েছে কারনও। স্টেডিয়ামটি নির্মাণের পরে এটির মেইনটেনেন্স খরচ পরিশোধ করার জন্য হস্তান্তর করা হয়েছে পাবলিও ওয়ার্কস ডিপার্টমেন্টের কাছে। অথচ এতদিন ধরে খরচগুলো হয়েছে স্পোর্টস ডিপার্টমেন্টের জন্য। যে কারণে দুইটি ডিপার্টমেন্ট একে অপরকে দোষ দিয়ে বিদ্যুৎ বিল পরিশোধ করছে না। দুই ডিপার্টমেন্টকেই বিদ্যুৎ বিভাগ বেশ কিছুবার নোটিশ দিলেও কেউই বিল পরিশোধ করেনি।  

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।