ঢাকা, বুধবার, ২৩ বৈশাখ ১৪৩২, ০৭ মে ২০২৫, ০৯ জিলকদ ১৪৪৬

ক্রিকেট

ছুটির দিনে বিজ্ঞাপনের শুটিংয়ে সাকিব

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫১, মার্চ ২৮, ২০২৩
ছুটির দিনে বিজ্ঞাপনের শুটিংয়ে সাকিব

চট্টগ্রাম থেকে: আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছিল বাংলাদেশ। এরপর জয় পেয়েছে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচেও।

পরদিন মঙ্গলবার বাংলাদেশ দলের জন্য ছিল ছুটি। এদিন সব ক্রিকেটার ছিলেন বিশ্রামে।

তবে টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান করেছেন বিজ্ঞাপনের শুটিং। চট্টগ্রামের সিআরবিতে আজ একটি বিজ্ঞাপনের শুটিংয়ে ব্যস্ত আছেন সাকিব, থাকবেন সন্ধ্যা অবধি।  

সাকিবের শুটিংয়ে একটি ফুল বিক্রেতা শিশুর চরিত্র আছে। গাড়িতে বসা সাকিবের কাছে ফুল বিক্রি করতে দেখা যায় তাকে। পরে সাকিব সেই শিশুটির জন্য উপহার এবং ইফতার সামগ্রী কিনে দেন— এমন একটা থিম নিয়ে করা হচ্ছে বিজ্ঞাপনটি। বিষয়বস্তু নিয়ে কিছু না বললেও জানা গেছে একটি মুঠোফোন প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে অংশ নিয়েছেন সাকিব।

বাংলাদেশ দলের বিশ্রামের দিনে অনুশীলনে ঢিলেঢালা ভাব নিয়ে এসেছিল আইরিশরা। গতকালের ম্যাচ খেলা কোনো ক্রিকেটারই অংশ নেননি অনুশীলনে। এর বাইরে যোগ দিয়েছেন টেস্ট দলের সদস্যরা।

বাংলাদেশ সময় : ১৬৫১ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৩
এমএইচবি/এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।