ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

কর্পোরেট কর্নার

দুর্যোগ ব্যবস্থাপনায় আনোয়ার গ্রুপের সিমেন্ট শিট হস্তান্তর

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১১ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২২
দুর্যোগ ব্যবস্থাপনায় আনোয়ার গ্রুপের সিমেন্ট শিট হস্তান্তর

ঢাকা: আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের আনোয়ার শিট প্রতিষ্ঠার শুরু থেকেই আরামদায়ক ও মজবুত গৃহ নির্মাণের পাশাপাশি অসহায় এবং দুর্যোগ কবলিত মানুষের পুনর্বাসনে কাজ করছে।

সম্প্রতি রাজধানীর তেজগাঁওয়ের কেন্দ্রীয় ত্রাণ গুদামে অনুষ্ঠিত হলো দুর্যোগ ব্যবস্থাপনায় আনোয়ার সিমেন্ট শিট কর্তৃক সিমেন্ট শিট হস্তান্তর।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান। আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে আনোয়ার সিমেন্ট শিট হস্তান্তর করেন আনোয়ার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ম্যানেজিং ডিরেক্টর হোসেন খালেদ, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ওয়াইজ আর. হোসেন, চিফ এক্সিকিউটিভ অফিসার এ কে এম জাবেদ।

এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুল হাসান এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. আতিকুর রহমান।

বাংলাদেশ সময়: ১৫১১ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০২২
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad