ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

কর্পোরেট কর্নার

আইটেক এক্সপো আইইউবিএটি ২০২২ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৫ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২২
আইটেক এক্সপো আইইউবিএটি ২০২২ অনুষ্ঠিত

ঢাকা: ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজিতে (আইইউবিএটি) টেক-ইভেন্ট আইটেক এক্সপো আইইউবিএটি ২০২২ অনুষ্ঠিত হয়েছে।  

এশিয়ার সর্বোবৃহৎ টেক-ইভেন্টে ‘টেকফেস্ট আইআইটি বোম্বে, ইন্ডিয়া’র অংশ হিসেবে গত ২২ ও ২৩ নভেম্বর অনুষ্ঠিত হয়ে গেল টেক-ইভেন্ট ‘এস্টোনাফা অ্যান্ড রিলায়েন্ট প্রেজেন্টস আইটেক এক্সপো আইইউবিএটি ২০২২’।

 

অনুষ্ঠানে বিজয়ী ছয়টি দল বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে ভারতের মুম্বাইয়ে অনুষ্ঠিত হতে যাওয়া আন্তর্জাতিক অনুষ্ঠানটিতে।  

রাজধানীর উত্তরায় আইইউবিএটি ক্যাম্পাসে আয়োজিত দুদিনব্যাপী এ ইভেন্টে ৪০টি বিশ্ববিদ্যালয় ও কলেজ থেকে ৫০০ এর বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করেন। ইভেন্টটির ছয়টি সেগমেন্টের মধ্যে ছিল ইন্টারন্যাশনাল রোবোওয়ার বাংলাদেশ জোনাল, সকার বোট চ্যাম্পিয়নশিপ, লাইন ফলোয়ার রোবট চ্যালেঞ্জ, রোবো রেসিং চ্যাম্পিয়নশিপ, প্রোজেক্ট প্রদর্শনী ইত্যাদি। সব সেগমেন্ট বিজয়ীরা সর্বমোট ১ লাখ ৬৫ হাজার টাকার প্রাইজমানি পুরস্কার হিসেবে অর্জন করেন।  

দুদিনব্যাপী অনুষ্ঠানটির সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুর রব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. আনোয়ারুল আবেদিন, প্রফেসর ড. মোহাম্মাদ জাকির হোসেন ও বিএনসিসি রমনা রেজিমেন্টের কমান্ডার লে. কর্নেল রাহাত নেওয়াজ।  

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- এস্টোনাফা ইঞ্জিনিয়ারিং লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর নাফিস রহমান, রিলায়েন্ট এনার্জি অ্যান্ড সেফটি টেকনলজি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর মো. সামিউল ইসলাম চৌধুরী, জোহরা ফেব্রিক্সের কর্ণধার মো. জসিম উদ্দিন।  

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন আইইউবিএটির কলেজ অব ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক ড. মো. মনিরুল ইসলাম। সূচনা বক্তব্য দেন ইইই ডিপার্টমেন্টের প্রধান ড. রতন কুমার নন্দী। সমাপনী বক্তব্য দেন ইঞ্জিনিয়ার মো. আবুল বাশার।
 
অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আইইউবিএটি রোবটিক্স ক্লাবের প্রেসিডেন্ট মো. কামরুজ্জামান।

বাংলাদেশ সময়: ১৬৩৪ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২২
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।