ঢাকা, শুক্রবার, ১০ আশ্বিন ১৪৩২, ২৬ সেপ্টেম্বর ২০২৫, ০৩ রবিউস সানি ১৪৪৭

কর্পোরেট কর্নার

দ্বিতীয়বারের মতো সেরা এজেন্ট সম্মাননা দিল পাঠাও কুরিয়ার

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:১০, আগস্ট ৮, ২০২৫
দ্বিতীয়বারের মতো সেরা এজেন্ট সম্মাননা দিল পাঠাও কুরিয়ার বিজয়ীরা।

বাংলাদেশের ১ নম্বর কুরিয়ার সার্ভিস পাঠাও কুরিয়ার, দেশজুড়ে ডেলিভারি দিয়ে আসছে। গত বছরের পর এবারও পাঠাও কুরিয়ার তাদের নিরলস পরিশ্রম করা কর্মরত কর্মচারী ও এজেন্টদের সম্মাননায় আয়োজন করে ‘সেরা এজেন্ট সম্মাননা ২০২৫’ পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

এই আয়োজনে পুরস্কৃত করা হয় দেশের বিভিন্ন অঞ্চলে নিরলসভাবে কাজ করে যাওয়া ডেলিভারি এজেন্ট, বেস্ট হাব, বেস্ট ইনবাউন্ড, ক্লাস্টার ও রিজিওনাল লিডদের। অনুষ্ঠানটি পাঠাও কুরিয়ার-এর অফিসিয়াল পেজ থেকে লাইভ সম্প্রচার করা হয়।

সম্প্রতি অনুষ্ঠিত ‘সেরা এজেন্ট সম্মাননা ২০২৫’ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঠাও লিমিটেড-এর চিফ টেকনোলজি অফিসার সিফাত আদনান, এইচ আর বিভাগের প্রধান এইচ এ সুইটি এবং পাঠাও কুরিয়ার-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আহমেদ দেলোয়ার হোসেন মারুফ।  

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন- সাদ্দাম হোসেন, আসিফ আহমেদ, শেখ সোহানুর রহমান, মো. সানিউল ইসলাম সানিসহ অন্যান্য শীর্ষ কর্মকর্তারা।

অতিথিদের উদ্বোধনী বক্তব্যের পর অনুষ্ঠিত হয় এজেন্টদের সঙ্গে মতবিনিময় ও পুরস্কার বিতরণী পর্ব। পাঠাও কুরিয়ার-এর এজেন্ট, বেস্ট হাব, বেস্ট ইন বাউন্ড, ক্লাস্টার এবং রিজিওনাল লিডদের পুরস্কৃত করার পর মধ্যাহ্নভোজের আমন্ত্রণের মাধ্যমে ‘সেরা এজেন্ট সম্মাননা ২০২৫’ অনুষ্ঠানটি শেষ হয়।  

‘সেরা এজেন্ট সম্মাননা ২০২৫’ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পুরস্কার হিসেবে ছিলো মোটরবাইক, টিভি, ফ্রিজ, কক্সবাজার ভ্রমণ ইত্যাদিসহ মোট অর্ধকোটি টাকার পুরস্কার।

ভাগ্যবান মোটরবাইক বিজয়ী হয়েছেন ঢাকা থেকে জুলমান হোসাইন ও আসাদুল ইসলাম, ময়মনসিংহ থেকে মো. তামিম ইসলাম, বরিশাল থেকে সাকিব শিকদার, মুন্সিগঞ্জ থেকে মো. আওলাদ হোসেন, দিনাজপুর থেকে মো. রাজু আহমেদ, নওগাঁ থেকে মো. সাইদি ইমাম।

সর্বমোট ১৮৩ জন এই অনুষ্ঠানে পুরস্কার পান। অনুষ্ঠানে উপস্থিত বিশেষ অতিথি ও বক্তারা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার পাশাপাশি বিজয়ীদের শুভেচ্ছা জানান এবং ভবিষ্যতের জন্য শুভকামনা ব্যক্ত করেন।  

২০১৫ সালে প্রতিষ্ঠিত পাঠাও, এমন একটি ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরি করছে, যা অনেক মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দেওয়ার পাশাপাশি সবার দৈনন্দিন জীবনের একটি অংশ হয়ে দাঁড়িয়েছে। রাইড শেয়ারিং, ফুড ডেলিভারি এবং ই-কমার্স লজিস্টিকসে পাঠাও শীর্ষস্থানে রয়েছে।  

১০ মিলিয়নেরও বেশি ব্যবহারকারী, ৩,০০,০০০ ড্রাইভার ও ডেলিভারি এজেন্ট, ২,০০,০০০ মার্চেন্ট এবং ১০,০০০ রেস্টুরেন্ট নিয়ে পরিচালনা করছে পাঠাও। প্ল্যাটফর্মটি বাংলাদেশে ৫,০০,০০০-এরও বেশি কাজের সুযোগ তৈরি করেছে, যা দেশের ডিজিটাল অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখছে।

আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কর্পোরেট কর্নার এর সর্বশেষ