মাস্টারকার্ড সম্প্রতি দেশের অন্যতম জনপ্রিয় মাল্টি-কুইজিন ডাইনিং ও ফুড কোর্ট ‘শেফ’স টেবিল’-এর সঙ্গে একত্রে ‘ডাইন. ডিলাইট. ডিপার্ট ফর থাইল্যান্ড’ শীর্ষক একটি বিশেষ ক্যাম্পেইনের ঘোষণা দিয়েছে। ক্যাম্পেইনের আওতায় মাস্টারকার্ড ডেবিট, ক্রেডিট বা প্রিপেইড কার্ডহোল্ডাররা দেশের যেকোনো শেফ’স টেবিল আউটলেটে কেনাকাটা করেই পেতে পারেন আকর্ষণীয় পুরস্কার জয়ের সুযোগ।
এই ক্যাম্পেইন শুরু হয়েছে ১৫ জুলাই। চলবে ৩১ আগস্ট ২০২৫ পর্যন্ত। ক্যাম্পেইন চলাকালীন সর্বোচ্চ মোট খরচকারী শীর্ষ ১০ জন কার্ডহোল্ডার জিতবেন আকর্ষণীয় পুরস্কার, যার মধ্যে রয়েছে এয়ারফেয়ার ও হোটেলে থাকার খরচসহ থাইল্যান্ডে ৩ দিন ২ রাতের একটি কাপল ট্রিপ।
এ ছাড়া আরও ৯ জন বিজয়ী ইউনিমার্ট-এর সর্বোচ্চ ২০ হাজার টাকার শপিং ভাউচার জিতে নিতে পারবেন। বিজয়ীরা নির্বাচিত হবেন ক্যাম্পেইন চলাকালীন তাদের মোট যোগ্য খরচের ভিত্তিতে। এই ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় শেফ’স টেবিল গুলশান-১ আউটলেটে।
এতে উপস্থিত ছিলেন মাস্টারকার্ডের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল, শেফ’স টেবিল-এর সিনিয়র কর্মকর্তা, মাস্টারকার্ডের মার্চেন্ট অ্যান্ড কমার্স লিড জুবায়ের হোসেন এবং মাস্টারকার্ড ও অংশীদার ব্যাংকগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বিস্তারিত তথ্যের জন্য কার্ডহোল্ডারদের মাস্টারকার্ডের অফিসিয়াল ফেসবুক পেজ (https:/ww/w.facebook.com/OfficialMastercardBangladesh/) ভিজিট করতে অথবা তাদের ইস্যুকারী ব্যাংকের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করা হচ্ছে।
আরবি