ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জলবায়ু ও পরিবেশ

সাগরে গভীর সঞ্চারণশীল মেঘমালা, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৪ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২২
সাগরে গভীর সঞ্চারণশীল মেঘমালা, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত

পটুয়াখালী: উত্তরপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি ঘণীভূত হতে পারে।

এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চারণশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে।  

এতে সব সমুদ্র বন্দর, উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।  

পটুয়াখালীর পায়রাসহ দেশের চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্র বন্দরকে ০৩ (তিন) নম্বর (পুনঃ) তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। তবে পটুয়াখালীতে এখন পর্যন্ত তাপদাহ চলমান।

পটুয়াখালী আবহাওয়া অফিসের ইনচার্জ মো. রাহাত হোসেন জানান, গভীর সঞ্চারণশীল মেঘমালার সৃষ্টি হবে, এতে পটুয়াখালীসহ উপকূলীয় এলাকায় রাতে বৃষ্টির সম্ভাবনা আছে। সাগরের সব মাছ ধরার ট্রলার ও নৌকাকে নির্দেশনা মেনে চলাচল করার পরামর্শ দিয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, আগস্ট ১৮, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad