ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জলবায়ু ও পরিবেশ

সিরাজগঞ্জে দিনভর মেঘাচ্ছন্ন আকাশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২২
সিরাজগঞ্জে দিনভর মেঘাচ্ছন্ন আকাশ সিরাজগঞ্জে দিনভর মেঘাচ্ছন্ন আকাশ।

সিরাজগঞ্জ: গত দুদিনের তুলনায় সিরাজগঞ্জে শীতের প্রকোপ কিছুটা কমলেও দিনভর আকাশ ছিল মেঘাচ্ছন্ন।

শনিবার (২২ জানুয়ারি) সকাল থেকে কুয়াশাচ্ছন্ন ছিল আকাশ।

ধীরে ধীরে কুয়াশা কেটে যাবার পর মেঘলা আকাশের জন্য সূর্যের দেখা মেলেনি। দু-একবার সূর্য উঁকি দিলেও সেটার স্থায়িত্ব বেশি নয়। এদিকে মেঘাচ্ছন্ন আকাশের কারণে সিরাজগঞ্জের জনজীবনে খানিকটা স্থবিরতা লক্ষ্য করা যায়।

তাড়াশ কৃষি আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, গত দু'দিনের তুলনায় আজ শীত অনেকটা কম। বুধবার (১৯ জানুয়ারি) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ০২ ডিগ্রি সেলসিয়াস এবং বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ০১ ডিগ্রি সেলসিয়াস। সে তুলনায় শুক্রবার (২১ জানুয়ারি) তাপমাত্রা বেশ বেড়েছে। এদিন সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ১৪ ডিগ্রি সেলসিয়াস।

তিনি বলেন, আকাশে মেঘ রয়েছে। আগামী ৪৮ ঘণ্টা মেঘ থাকতে পারে এবং গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২২
এফইএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।