ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জলবায়ু ও পরিবেশ

প্রথম রোজায় তীব্র তাপদাহে অতিষ্ঠ চুয়াডাঙ্গার জনজীবন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৬ ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২১
প্রথম রোজায় তীব্র তাপদাহে অতিষ্ঠ চুয়াডাঙ্গার জনজীবন তীব্র তাপদাহে অতিষ্ঠ জনজীবন

চুয়াডাঙ্গা: রোজার প্রথম দিনেই তাপদাহে অতিষ্ঠ হয়ে উঠেছে চুয়াডাঙ্গার জনজীবন। বুধবার (১৪ এপ্রিল) সকাল থেকেই তাপমাত্রার পারদ বাড়তে থাকে এ অঞ্চলে।

এতে নাভিশ্বাস উঠেছে এই এলাকার জনসাধারণের।  

বুধবার এ জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।  

এদিকে লকডাউন শুরু হওয়ায় বাজার ঘাটে সাধারণ মানুষের উপস্থিতি তুলনামূলক কম ছিল। তবে তীব্র গরমে বাড়িতেও আবদ্ধ থাকা কষ্ট হয়ে পড়ছে। আর যারা প্রয়োজনে ঘর থেকে বাইরে বের হয়েছে তারাও তাপদাহের তীব্রতায় অতিষ্ঠ হয়ে উঠেছে। সবথেকে বেশি কষ্টে পড়েছে রোজাদাররা।  

চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক সামাদুল হক জানান, গত কয়েকদিন ধরেই চুয়াডাঙ্গার উপর দিয়ে মাঝারি থেকে তীব্র তাপদাহ বয়ে যাচ্ছে। আজ এ জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আপাতত এখনই বৃষ্টির সম্ভাবনা নেই।  

বাংলাদেশ সময়: ১৬৪২ঘণ্টা, এপ্রিল ১৪, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।