ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জলবায়ু ও পরিবেশ

ঢাকা থেকে উদ্ধার হওয়া বনরুই সাফারি পার্কে অবমুক্ত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২০
ঢাকা থেকে উদ্ধার হওয়া বনরুই সাফারি পার্কে অবমুক্ত

গাজীপুর: ঢাকা থেকে উদ্ধার হওয়া বনরুই গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে অবমুক্ত করা হয়েছে। এ নিয়ে চারটি বনরুই বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে অবমুক্ত করা হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে উদ্ধার হওয়া ওই বনরুইটি বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের কর্মকর্তারা ওই পার্কে অবমুক্ত করেন।

বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসিম মল্লিক জানান, ঢাকার খিলগাঁও থানার গোড়ান এলাকায় রিকশা চালকরা হঠাৎ বনরুটি দেখতে পায়। এসময় তারা ওই বনরুটি ধরে রিকশার গ্যারেজে আটকে রেখে খবর দেয়। খবর পেয়ে ওই গ্যারেজ থেকে বনরুইটি উদ্ধার করা হয়। পরে বিকেলে গাজীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে বনরুইটি অবমুক্ত করা হয়েছে। এর আগে বিভিন্ন সময় আরও তিনটি বনরুই ওই পার্কে অবমুক্ত করা হয়।

তিনি আরও জানান, বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তার) আইন ২০১২ অনুযাই বনরুই ধরা, মারা, কেনা-বেচা, আয়ত্তে রাখা আইনত দণ্ডনীয় অপরাধ।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০২০
আরএস/এএটি                                              

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।