ঢাকা, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১২ মে ২০২৫, ১৪ জিলকদ ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

বরিশালের আকাশে সূর্য বলয়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১১, মার্চ ১৯, ২০২০
বরিশালের আকাশে সূর্য বলয় বরিশালের আকাশে সূর্য বলয়। ছবি: বাংলানিউজ

বরিশাল: বরিশালের আকাশে সূর্যের চারপাশে এক অদ্ভুত বলয় দেখা গেছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুর সাড়ে ১২টায় এ অদ্ভুত বলয় দেখা যায়।

অদ্ভুত এ প্রাকৃতিক দৃশ্য দেখার জন্য উৎসুক জনতা একে অপরকে জানাচ্ছে।

তবে বিষয়টি পরিবেশের ওপর কোনো বিরূপ প্রভাব ফেলবে না। এটি প্রকৃতির স্বাভাবিক ঘটনা বলে জানিয়েছেন বিজ্ঞান আন্দোলন মঞ্চের কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রকৌশলী ইমরান হাবিব রুম্মান।  

তিনি বলেন, বায়ুমণ্ডলের ওপরের স্তরে অসংখ্য বরফ কণা রয়েছে। সূর্যের আলো যখন ওই স্তর ভেদ করে তখন ২২ ডিগ্রী কোণ হলে বরফ কনার উপর সূর্যের আলো প্রতিফলিত হয়ে এই রশ্মি বা বলয় সৃষ্টি হয়। এটা বছরে দু’একবার হতে পারে।

স্বাভাবিক এ বিষয় নিয়ে কুসংস্কার বা গুজবে কান না দেওয়ার পরামর্শ দেন তিনি।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, মার্চ ১৯, ২০২০
এমএস/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।