ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

নিষিদ্ধ জালে বিপন্ন মাছ

শফিকুল ইসলাম জয়, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:০২, অক্টোবর ১৪, ২০১৫
নিষিদ্ধ জালে বিপন্ন মাছ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পিরোজপুর: নিষিদ্ধ ছোট ফাঁসের বিভিন্ন জাল দিয়ে মাছ ধরার নামে নিধন করা হচ্ছে পোনা মাছ। এতে বিলুপ্ত হচ্ছে উপকূলের নদী, খাল-বিলের বিভিন্ন প্রজাতির মাছ।



সোমবার (১২ অক্টোবর) পিরোজপুরের টগরা ফেরিঘাটের কাছে কঁচা নদীতে নিষিদ্ধ ছোট ফাঁসের জাল দিয়ে এভাবেই মাছ ধরতে দেখা গেছে।



জোয়ারের পানি নেমে গেলে ছোট ফাঁসের নিষিদ্ধ জালে আটক পড়ে সব ধরনের মাছ



জালে আটকে পড়া মাছ ধরছে কিশোর-যুবকসহ সব বয়সী মানুষ



পাতিলে করে মাছ নিয়ে যাওয়া হচ্ছে, শিশুরা ব্যস্ত পড়ে থাকা মাছ সংগ্রহে



পরবর্তী জোয়ারের অপেক্ষায় আবারো জাল পাতা হচ্ছে নদীতে

বাংলাদেশ সময়: ০১০৪ ঘণ্টা, অক্টোবর ১৪, ২০১৫
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।