ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

বেনাপোলে মেছো বাঘ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫০, এপ্রিল ১৮, ২০১৫
বেনাপোলে মেছো বাঘ উদ্ধার ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল পোর্ট থানাধীন ভারত সীমান্তবর্তী ধান্যখোলা গ্রাম থেকে একটি বড় মেছো বাঘ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৮ এপ্রিল) সকাল ১১টার দিকে স্থানীয় লোকজন মেছো বাঘটি আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।



পুলিশ জানায়, এক মাস ধরে মেছো বাঘটি ভারত থেকে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় এসে হাস, মুরগি ও ছাগল খেয়ে যেত। এরপর থেকে স্থানীয়রা বাঘটি ধরার জন্য নানা কৌশল অবলম্বন করতে থাকে। অবশেষে ধান্যখোলা গ্রামের কিতাব আলী নামে এক ব্যক্তি তার বাড়ির উঠানে বাঁশ ও কাঠের তৈরি খাঁচা বানিয়ে ফাঁদ পাতেন। শনিবার ভোরে মেছো বাঘটি খাঁচার মধ্যে রাখা হাস খেতে এসে ফাঁদে আটকা পড়ে। পরে পুলিশকে খবর দিলে তারা এসে বাঘটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বাঘটি বন বিভাগের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান।

এদিকে, বাঘ আটকের খবর শুনে শত শত মানুষ সকাল থেকে থানার সামনে ভিড় জমিয়েছে। এর পরিপ্রেক্ষিতে সর্বস্তরের মানুষের জন্য বাঘটি দেখার ব্যবস্থা করেছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।