ঢাকা, মঙ্গলবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ২১ মে ২০২৪, ১২ জিলকদ ১৪৪৫

জলবায়ু ও পরিবেশ

চরফ্যাশনে লোকালয় থেকে ২ হরিণ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৭ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৫
চরফ্যাশনে লোকালয় থেকে ২ হরিণ উদ্ধার

ভোলা: ভোলার চরফ্যাশনে খাবার ও পানির সন্ধানে লোকালয়ে চলে আসা দুটি হরিণ উদ্ধার করা হয়েছে।

রোববার (২৯ মার্চ) সকাল ৮টার দিকে ঢালচরের নার্সারি এলাকা থেকে হরিণ দুটি উদ্ধার করা হয়।



চিত্রা প্রজাতির এই দুই হরিণ গর্ভবতী বলে জানিয়েছে বন বিভাগের সংশ্লিষ্টরা।

ঢালচর বন বিভাগের রেঞ্জ অফিসার সৈয়দ নুরুজ্জামান বাংলানিউকে জানান, বন বিভাগের সংরক্ষিত বনাঞ্চল থেকে খাবার ও মিঠা পানির সংকটের কারণে খাবারের সন্ধানে এসে নদীতে পড়ে যায় হরিণ দুটি।

ভাসতে ভাসতে হরিণ দুটি ঢালচর এলাকার নদীতীর সংলগ্ন নার্সারি এলাকায় আসলে স্থানীয়রা বন বিভাগকে খবর দেয়। পরে বন বিভাগের কর্মকর্তারা গিয়ে হরিণ দুটি উদ্ধার শেষে প্রাথমিক চিকিৎসা দেন।

ঢালচরের কাছাকাছি চর শাহ জালাল থেকে হরিণগুলো আসলে পারে বলে তার ধারণা।

তিনি আরো জানান, হরিণ দুটি সুস্থ রয়েছে, তাদের কুকুরী-মুকরী সংরক্ষিত বনে অবমুক্ত করার প্রক্রিয়া চলছে।

এদিকে, বন বিভাগ ও এলাকাবাসী জানায় আবহাওয়ার পরিবর্তন ও চৈত্র মাসের মাঝামাঝি সময়ে প্রচন্ড রোদে বনে হরিণের খাদ্য সংকট দেখা দেয়।
 
এছাড়া এ সময়ে বনে হরিণের খাবার মিঠা পানির বেশ সংকট দেখা দেয়। ফলে বাধ্য হয়ে সংরক্ষিত বনের হরিণগুলো খাবার ও মিঠা পানির সন্ধানে লোকালয়ে আসার চেষ্টা করে।

এরআগেও এক সপ্তাহের ব্যবধানে  চারটি হরিণ লোকালয়ে চলে আসে।

বাংলাদেশ সময়: ১০২৮ ঘণ্টা, মার্চ ২৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।