ঢাকা, রবিবার, ১৬ ভাদ্র ১৪৩২, ৩১ আগস্ট ২০২৫, ০৭ রবিউল আউয়াল ১৪৪৭

জলবায়ু ও পরিবেশ

না.গঞ্জে তিন কারখানাকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৫, মার্চ ১৬, ২০১৫
না.গঞ্জে তিন কারখানাকে জরিমানা

নারায়ণগঞ্জ: পরিবেশ দূষণের দায়ে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার তিনটি শিল্প কারখানাকে এক কোটি ৩০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৬ মার্চ) পরিবেশ অধিদফতরের সদর দফতরে কারখানার মালিক ও প্রতিনিধিকে তলব করে শুনানি শেষে এ জরিমানা করা হয়।



কারখানা তিনটি হলো- ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকার নিটেক্স ডাইং অ্যান্ড প্রিন্টিং মিলস লিমিটেড,কুতুবআইল এলাকার নিটেক্স ডাইং কারখানা এবং নিউ ওরিয়েন্ট ডাইং অ্যান্ড প্রসেসিং লিমিটেড।

প্রেস বিজ্ঞপ্তিতে পরিবেশ অধিদফতর জানায়, পরিবেশগত ছাড়পত্র এবং তরল বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) নির্মাণ ছাড়া আবর্জনা বুড়িগঙ্গায় ফেলে পরিবেশ দূষণের দায়ে এ জরিমানা করা হয়।

বাংলাদেশ সময় : ২০১৬ ঘণ্টা, মার্চ ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।