ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

বুড়িমারী সীমান্ত থেকে উট আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩৪, ফেব্রুয়ারি ১৬, ২০১৫
বুড়িমারী সীমান্ত থেকে উট আটক ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

লালমনিরহাট: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বামনদল সীমান্ত থেকে একটি উট আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে উটটি আটক করা হয়।



লালমনিরহাট ধবলসুতি ক্যাম্পের নায়েক সুবেদার নুরল ইসলাম বাংলানিউজকে জানান, ওই সীমান্তের ৮৩৬ নম্বর আর্ন্তজাতিক মেইন পিলারের পাঁচ নম্বর সাব পিলার এলাকা দিয়ে চোরাকারবারীরা উটটি নিয়ে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি ক্যাম্পের টহলদল তাদের ধাওয়া দিলে উট ফেলে পালিয়ে যায় তারা। পরে উট আটক করে বিজিবি সদস্যরা।

লালমনিরহাটের বিজিবি অধিনায়ক বজুলর রহমান হায়াতী জানান, উটটি পাটগ্রাম কাস্টমসে নিলামের জন্য হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।