ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

জলবায়ু পরিবর্তনে ওজন কমছে অ্যালপাইন ছাগলের

পরিবেশ-জীববৈচিত্র্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৫ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৪
জলবায়ু পরিবর্তনে ওজন কমছে অ্যালপাইন ছাগলের

ঢাকা: আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনে অ্যালপাইন ছাগল ও কৃষ্ণসার হরিণের আকার ছোট হয়ে আসছে বলে জানিয়েছেন গবেষকরা।

গবেষকরা বলছেন, ১৯৮০ সালের তুলনায় অ্যালপাইন ছাগল বর্তমানে প্রায় ২৫ শতাংশ আকারে ছোট হয়ে এসেছে।

দ্রুত আবহাওয়া পরিবর্তন প্রাণীদের উপর কত বেশি প্রভাব ফেলে তার উদাহরণ এটি।

গবেষণাটি পরিচালনা করেছে ডারহাম বিশ্ববিদ্যালয়ের একদল অধ্যাপক। তারা আরও জানাচ্ছেন, তাপমাত্রা পরিবর্তন কৃষ্ণসার হরিণের আকার ও পাহাড়ি ছাগলের বিশেষ প্রজাতির উপর প্রভাব ফেলেছে।

শুধু তাই নয়, একই সঙ্গে আবহাওয়া পরিবর্তন অনেক প্রজাতির মাছ, পাখি ও ইঁদুর তাদের স্বাভাবিক আকৃতি হারাচ্ছে বলে জানান তারা।

গবেষকরা শিকারিদের সাহায্য নিয়ে প্রথম বুঝতে পারেন যে অ্যালপাইন ছাগলের ওজন কমে যাচ্ছে। আর এক্ষেত্রে তাপাত্রার পরিবর্তন অন্যতম কারণ।

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।