ঢাকা, সোমবার, ৩ আষাঢ় ১৪৩১, ১৭ জুন ২০২৪, ০৯ জিলহজ ১৪৪৫

জলবায়ু ও পরিবেশ

ঘূর্ণিঝড় রিমাল: শ্যামনগরে আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথে একজনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৫ ঘণ্টা, মে ২৬, ২০২৪
ঘূর্ণিঝড় রিমাল: শ্যামনগরে আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথে একজনের মৃত্যু প্রতীকী ছবি

সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগর উপকূলে আঘাত হানতে শুরু করেছে ঘূর্ণিঝড় রিমাল। প্রচণ্ড বেগে বইছে ঝোড়ো বাতাস।

নদ-নদীর পানি ৫-৭ ফুট বেড়ে গেছে।

এরই মধ্যে শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের নাপিতখালী আশ্রয়কেন্দ্রে যাওয়ার পথে শওকাত মোড়ল (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেছে।

নিহত শওকাত মোড়ল ওই ইউনিয়নের নাপিতখালী গ্রামের বাসিন্দা।

শওকাত মোড়লের পুত্রবধূ আছমা খাতুন জানান, সন্ধ্যার দিকে আমার শ্বশুর শওকাত মোড়ল তার স্ত্রীকে নিয়ে নাপিতখালী আশ্রয়কেন্দ্রে যাওয়া পথে ঝোড়ো বাতাসে রাস্তায় পড়ে গিয়ে মৃত্যুবরণ করেন।

গাবুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জি এম মাসুদুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা,  মে ২৬, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।