ঢাকা, মঙ্গলবার, ২৩ বৈশাখ ১৪৩২, ০৬ মে ২০২৫, ০৮ জিলকদ ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

দুই ইটভাটাকে ৪ লাখ টাকা জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪৭, জানুয়ারি ১৯, ২০২৩
দুই ইটভাটাকে ৪ লাখ টাকা জরিমানা

সিরাজগঞ্জ: ফসলি জমির পাশে ভাটা স্থাপন করে ইট তৈরি করার দায়ে সিরাজগঞ্জে দুই ইটভাটাকে দুই লাখ টাকা করে  মোট চার লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।  

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) দুপুর থেকে বিকেল পর্যন্ত সদর উপজেলার বাগবাটি ও কাজিপুর উপজেলার সোনামুখী এলাকায় জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট শিমুল আক্তারের নেতৃত্বে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

 

অর্থদণ্ডপ্রাপ্ত ইটভাটা দু’টি হলো বাগবাটি এলাকার সোনালী ব্রিকস ও কাজিপুরের সোনামুখী এলাকার এসভিসি ব্রিকস।  

নির্বাহী ম্যাজিস্ট্রেট শিমুল আক্তার জানান, এ দু’টি ভাটায় ইট প্রস্তুতের ফলে আশপাশের ফসলি জমিগুলো নষ্ট হচ্ছে। ‘ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন-২০১৩’  অমান্য করায় তাদের দুই লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। এছাড়া তাদের সতর্ক করা হয়েছে। পরে এ ভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৮৪৭ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।