ঢাকা, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩২, ১১ মে ২০২৫, ১৩ জিলকদ ১৪৪৬

ক্যারিয়ার

দুই দিন পিছিয়ে বিশেষ বিসিএসের ভাইভা ১২ আগস্ট

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪৩, আগস্ট ১০, ২০২১
দুই দিন পিছিয়ে বিশেষ বিসিএসের ভাইভা ১২ আগস্ট

চিকিৎসক নিয়োগের ৪২তম বিসিএসের (বিশেষ) স্থগিত ভাইভা পরীক্ষা ১২ আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে। ১২ থেকে ৩১ আগস্ট পর্যন্ত এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রতিদিন ১২টি বোর্ড গঠন করে ২০ জন করে প্রার্থীর পরীক্ষা নেওয়া হবে।

এর আগে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) এই পরীক্ষা করোনাভাইরাস পরিস্থিতির কারণে একাধিকবার পেছায়। সর্বশেষ ঘোষণা অনুযায়ী বুধবার (১০ আগস্ট) থেকে বিশেষ এই বিসিএসের ভাইভা আবার শুরু হওয়ার কথা ছিল। পরে সেটি দুই দিন পিছিয়ে ১২ তারিখ করা হয়েছে।

বাংলাদেশ সময় ঘণ্টা: ১২৪২, আগস্ট ১০, ২০২১
এসআইএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।