ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

ক্যারিয়ার

একাধিক বিভাগে লোক নিচ্ছে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় 

ক্যারিয়ার ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫১ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২২
একাধিক বিভাগে লোক নিচ্ছে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় 

ঢাকা: বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের একাধিক বিভাগে লোকবল নিয়োগ দেবে।

আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

পদের নাম: অধ্যাপক। পদের সংখ্যা: ১। আবেদন যোগ্যতা: বিএসসি ইঞ্জিনিয়ারিং/ টেকনোলজি বা সমমানের ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কোনো বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানে ১০ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।

এর মধ্যে ৫ বছর সহকারী অধ্যাপক ও দুই বছর সহযোগী অধ্যাপক হিসেবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ৫টি প্রকাশনা থাকতে হবে। এর মধ্যে স্বীকৃত জার্নালে তিনটি প্রকাশনা থাকতে হবে। অথবা প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএতে বিএসসি ইঞ্জিনিয়ারিং/ টেকনোলজি বা সমমানের ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে এমফিল বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কোনো বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানে ১৫ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে।  

বিজ্ঞপ্তি অনুসারে ৮ বছর সহকারী অধ্যাপক ও দুই বছর সহযোগী অধ্যাপক হিসেবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। পাঁচটি প্রকাশনা থাকতে হবে। এর মধ্যে স্বীকৃত জার্নালে তিনটি প্রকাশনা থাকতে হবে। অথবা প্রথম শ্রেণি বা সমমানের সিজিপিএতে বিএসসি ইঞ্জিনিয়ারিং/ টেকনোলজি বা সমমানের ডিগ্রি থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে এমএসসি বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কোনো বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠানে ২০ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। তারমধ্যে ১০ বছর সহকারী অধ্যাপক ও দুই বছর সহযোগী অধ্যাপক হিসেবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ৫টি প্রকাশনা থাকতে হবে। এর মধ্যে স্বীকৃত জার্নালে তিনটি প্রকাশনা থাকতে হবে। বেতন স্কেল: ৫৬,৫০০-৭৪,৪৪০ টাকা।  

পদের নাম: রেজিস্ট্রার। পদের সংখ্যা: ১। আবেদন যোগ্যতা: কমপক্ষে স্নাতকোত্তর/ বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। প্রশাসনিক/ একাডেমিক কাজে প্রথম শ্রেণির পদে সরকারি/ আধা সরকারি/ স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে কমপক্ষে ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে। এর মধ্যে ডেপুটি রেজিস্ট্রার পদে ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে।

কম্পিউটার ডেটাবেজের কাজে অভিজ্ঞ ও সক্ষম এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের কাজে অভিজ্ঞতাসম্পন্ন হলে অগ্রাধিকার দেওয়া যেতে পারে। বেতন স্কেল: ৫৬৫০০-৭৪,৪০০ টাকা।

পদের নাম: পরীক্ষা নিয়ন্ত্রক। পদের সংখ্যা: ১। আবেদন যোগ্যতা:  কমপক্ষে স্নাতকোত্তর/ বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। কমপক্ষে ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে। এর মধ্যে উপ-পরীক্ষা নিয়ন্ত্রক পদে ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে। কম্পিউটার ডেটাবেজের কাজে অভিজ্ঞ ও সক্ষম এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের কাজে অভিজ্ঞতাসম্পন্ন হলে অগ্রাধিকার দেওয়া যেতে পারে। বেতন স্কেল: ৫৬৫০০-৭৪,৪০০ টাকা।  

পদের নাম: পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন)। পদের সংখ্যা: ১। আবেদন যোগ্যতা:  কমপক্ষে স্নাতকোত্তর/ বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকতে হবে। পরিকল্পনা ও উন্নয়নসংক্রান্ত কাজে সরকারি/ আধা সরকারি/ স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানে প্রথম শ্রেণির পদে কমপক্ষে ১৫ বছরের অভিজ্ঞতাসম্পন্ন হতে হবে। এর মধ্যে উপপরিচালক (ডেভেলপমেন্ট/ প্ল্যানিং/ প্রকিউরমেন্ট) পদে ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে। কম্পিউটার ডেটাবেজের কাজে অভিজ্ঞ ও সক্ষম এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের কাজে অভিজ্ঞতাসম্পন্ন হলে অগ্রাধিকার দেওয়া যেতে পারে। বেতন স্কেল: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা।  

আবেদন যেভাবে: আগ্রহীদের বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস বা ওয়েবসাইট থেকে জীবনবৃত্তান্তের একটি ফরমেট সংগ্রহ করতে হবে। এরপর পাসপোর্ট সাইজের দুই কপি সত্যায়িত ছবি, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার সনদের সত্যায়িত কপি এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত কপিসহ সাত সেট আবেদনপত্র ডাকযোগে পাঠাতে হবে রেজিস্ট্রার, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়, তেজগাঁও, ঢাকা-১২০৮ এই ঠিকানায়।

আবেদন ফি: ৭৫০ টাকা পাঠাতে হবে। আবেদনের শেষ সময়: ২ জানুয়ারি ২০২৩।

বাংলাদেশ সময়: ০৮৫০ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২২
এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।