ঢাকা, রবিবার, ২১ বৈশাখ ১৪৩২, ০৪ মে ২০২৫, ০৬ জিলকদ ১৪৪৬

বিএনপি

খালেদা জিয়ার মুক্তির দাবিতে বরিশালে বিক্ষোভ-মিছিল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৩৭, জানুয়ারি ৫, ২০২০
খালেদা জিয়ার মুক্তির দাবিতে বরিশালে বিক্ষোভ-মিছিল

বরিশাল: বরিশালে বিএনপি খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ-মিছিল করেছেন জেলা ছাত্রদলের নেতাকর্মীরা।

রোববার (৫ জানুয়ারি) বেলা ১১টায় বিএনপির দলীয় কার্যালয় সামনে এ কর্মসূচি পালিত হয়। এর আগে বরিশাল জেলা ছাত্রদলের নেতা মো. সবুজ আকনের নেতৃত্বে নেতাকর্মীরা একটি মিছিল বের করেন।

 

মিছিলটি সদর রোডে বের হতে চাইলে অশ্বিনী কুমার হলের গেটে তাদের আটকে দেয় পুলিশ। পরে ছাত্রদলের নেতাকর্মীরা পুনরায় দলীয় কার্যালয়ের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে।  

সমাবেশে উপস্থিত ছিলেন- ছাত্রদল নেতা আবদুল্লাহ আল মামুন হিমেল, রাজিব হোসেন প্রমুখ।  

এদিকে বিএনপিসহ দলটির অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা যাতে কোনো ধরনের নাশকতা সৃষ্টি না করতে পারে সেজন্য নগরীর বিভিন্ন স্থানে বিপুল আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০২০
এমএস/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।