ঢাকা, বৃহস্পতিবার, ২৪ বৈশাখ ১৪৩২, ০৮ মে ২০২৫, ১০ জিলকদ ১৪৪৬

বিএনপি

নির্বাচনে অংশ নেওয়ায় পৌরসভা মহিলাদল সভানেত্রী বহিষ্কার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:১৮, মার্চ ২০, ২০১৯
নির্বাচনে অংশ নেওয়ায় পৌরসভা মহিলাদল সভানেত্রী বহিষ্কার

বাগেরহাট: দলীয় সিদ্ধান্ত অমান্য করে উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করায় মোংলা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী কোমেলা বেগমকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (২০ মার্চ) দুপুরে জাতীয়তাবাদী মহিলা দলের বাগেরহাট জেলা শাখার সাধারণ সম্পাদক শাহিদা আক্তার স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি জানানো হয়।

চিঠিতে বলা হয়, দলের সিদ্ধান্ত অমান্য করে মোংলা উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ায় মোংলা পৌরসভা মহিলা দলের সভানেত্রী কোমলা বেগমকে দলীয় সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, মার্চ ২০, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।