ঢাকা, রবিবার, ২১ বৈশাখ ১৪৩২, ০৪ মে ২০২৫, ০৬ জিলকদ ১৪৪৬

বিএনপি

ময়মনসিংহে বিএনপির বিক্ষোভ-সমাবেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:২৬, জানুয়ারি ৮, ২০১৭
ময়মনসিংহে বিএনপির বিক্ষোভ-সমাবেশ ময়মনসিংহে বিএনপির বিক্ষোভ-সমাবেশ। ছবি: অনিক খান

ময়মনসিংহ: ময়মনসিংহে বিক্ষোভ-সমাবেশ করেছেন দক্ষিণ জেলা বিএনপির নেতা-কর্মীরা। রোববার (০৮ জানুয়ারি) দুপুরে নগরীর হরিকিশোর রায় রোডের কার্যালয়ের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগ জনগণ ও গণতন্ত্রকে ভয় পায়। দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে ভোটের অধিকার ও গণতন্ত্র ফিরিয়ে আনা হবে।

দক্ষিণ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন- সহ সভাপতি অধ্যাপক শফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক কাজী রানা, শাহ শিব্বির আহমেদ ভুলু, প্রচার সম্পাদক কায়কোবাদ মামুন, ‍অ্যাডভোকেট হান্নান খান, কেন্দ্রীয় যুবদল নেতা লিটন আকন্দ প্রমুখ।

বাংলাদেশ সময় ২০২১ ঘন্টা, জানুয়ারি ০৮, ২০১৭
এমএএএম/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।